আমাদের কথা খুঁজে নিন

   

জগজিৎ সিং: দৃশ্যকল্পের জাদুকর

নিঃস্ব হবো জেনেও, দর্শনার্থী আমি। জগজিৎ সিং এর গজল আমার অসাধারণ লাগে সবসময়েই। প্রায়ই তাঁর গান শোনার সময় খেয়াল করি আমার প্রতিটি ইন্দ্রিয় তাঁর সুরের জালে কাবু হয়ে পরেছে । তাঁর কণ্ঠের মাধুর্য শুধুমাত্র জীবনানন্দের কবিতার সাথেই তুলনা যোগ্য, কি আশ্চর্য দৃশ্যকল্প ! এক ঝাক সাদা বক যেন গভীর নীল আকাশ চিরে উড়ে চলছে - দূর থেকে আরও দূরে। 'সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে' আমাদের ক্লান্ত-স্রান্ত হৃদয়ে জগজিৎ সিং এর একেকটা গজল নীল আকাশ চিরে উড়ে চলা পাখির হাহাকার পুরে দেয়। আর P.B. Shelley এর উক্তি খানার যথার্থতা প্রমাণ করে- " Our sweetest songs are those that tell of saddest thought." "পাখির নীড়ের মত চোখ" - এ চোখ রাখার সুযোগ করে দেয়। মুখমুখি দাঁড়া করায় বনলতা সেনের । আমার খুব প্রিয় একটা গজলের দু- লাইন...... Khulti Zulfon Ne Sikhayee Mausamon Ko Shayaree Jhukti Aankhon Ne Bataaya Maikashi Kya Cheez Hai চারপাশকে কাব্যি শেখাল তোমার খুলতি চুল , ঝুকে থাকা নজর শেখাল মাতালতা কি জিনিস । বি.দ্রঃ অনুবাদ খানা আমার করা, নিজে তৃপ্ত নই তবে চেষ্টা ছিল ষোল- আনা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.