আমাদের কথা খুঁজে নিন

   

হুজুরের সুন্নাত অভিযান

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । যে পীর সাহেব সুন্নাতের উপর আমল করার দাবী করে...সেই লোকে যদি আপনার সাথে কথা বলার আগে সালাম দিয়ে কথাবার্তা শুরু না করে তাহলে বুঝবেন ব্যাটায় একখান মহা মিথ্যাবাদী ! যদিও আগে সালাম দেয় এমন পীর সাহেব দেখার সৈাভাগ্য আমার এখনো হয়নি.....উল্টো দেখি পীর সাহেবেরা পা’দু্ইখান মুরীদের সামনে বিছাইয়্যা রাখে যাতে মুরীদেরা কদমবুসী করিয়া বরকত হাসিল করিতে পারে । পীর বাদ দিলাম, আজকালকার মসজিদের হুজুরেরাও মুখে সুন্নাত-সুন্নাত করতে করতে ফেনা তুলে ফেলে, কিন্তু ব্যাটাদের কোনদিন দেখলাম না আগে সালাম দিতে ! বরং ওদেরকে আগে সালাম না দিলে রাগ করে.....হাস্যকর হলেও কথাটার বাস্তবতা ৯০% এরও বেশি ক্ষেত্রে সত্য বলে মনে হয় । পীরদের মধ্যে আরেকটি ব্যাপার , আবু বকরের(রা: ) বাবা খলিফা ছিলেন না ; না ছিলেন ওমর,আলী, উসমান,মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমা গন এর বাবারা । তবুও এদের প্রত্যেকে সম্পুর্ণ আরব-পারস্য-তুর্কি থেকে স্পেন পর্যন্ত বিশাল এলাকার খলিফা ছিলেন । এখানে খলিফা হওয়ার যোগ্যতা ছিল জ্ঞান,পরহেযগারী. .. মানে ইসলামের পরিপূর্ণ অনুসরন । কার বাবা কে, এইটা কখনোই কোন ফ্যাক্টর ছিল না । আর বর্তমান কালের খলিফা বলতে আমরা কি দেখি ! পীর হইতে অনুমোদন প্রাপ্ত কিছু বিশেষ ভাড় ! মজার ব্যাপার হলো, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পীরের ছেলেরাই পরবর্তীতে পীর হয় ! বাপ পীর এই কারনে পোলা হয় তার খলিফা...এই বাবা হইতে খেলাফত পাওয়ার বিষয়টা কিন্তু ইসলামে প্রথম শুরু হয় ইয়াজিদের মাধ্যমে...যার মানে দাড়ায় আমাগো পীর সাহেবেরা সাহাবাদের অনুসরন বাদ দিয়ে ইয়াজিদের অনুসরন করতেই বেশি আগ্রহী ! অথচ, এদের মুখেই প্রায় সময় ইয়াজিদের দুঃশাসনের কাহিনী শোনা যায় ! এখন আপনারাই বলেন যে এরা ইয়াজিদের অনুসরন করে নাকি মুহাম্মদ সা: এর ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.