আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট্টসোনামনি কিন্নরি যখন প্রথম গান করলো বাংলাদেশ টেলিভিশনে

কিন্নরি। একটি বাংলা শব্দ। এর অর্থ 'স্বর্গের সুকন্ঠি গায়িকা'। ওর নামটা রাখতে আমার একদম ভাবতে হয়নি। ৮ই ডিসেম্বরের প্রচন্ড তুষারপাত এবং পূর্ণ চাঁদের আলোর বন্যায় পশ্চিম নরওয়ের ক্রিস্টিয়ানসুন্ড শহরটি যেদিন হীরকক্ষচিত হয়ে উঠেছে, ঠিক সেই রাতে আমার জীবন পূর্ন করে দিয়ে, পূণ্যে ভরে দিতে আমার কোলে এলো কিন্নরি।

অবিশ্বাস্য আনন্দে চোখের কোন ভিজে উঠেছিল আমার। কী মিষ্টি দেখতে তুলতুলে নরম আর ফোলা ফোলা গোলাপী গাল ওর। কী মায়াময় দু'টো চোখ। ওর প্রথম কান্নার মিষ্টি আওয়াজ শুনে ওকে আমার 'কিন্নরি'ই মনে হয়েছে। আমার বিষ্ময়ের ঘোর কাটেনা আজও।

আমি মা হয়েছি। আমি একটি অসম্ভব মিষ্টি সোনামনির মা। আমি কিন্নরি'র মা। গত ২০ আগস্ট ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের আমন্ত্রণে আমাদের মেয়ে কিন্নরি গাইলো একটি নরউয়্যিজিয়ান গান। যার অর্থ: হয়তো আজ রাজা আসবে এখানে, হয়তো আজ রাজা আসবে আমাদের সাথে নৈশভোজে যোগ দিতে।

হাজাররকম মজার খাবার তৈরী করে টেবিল সাজানো হয়েছে। হয়তো আজ রাজা আসবে দারুণ এক ঘোড়ায় চড়ে, তাই সেই ঘোড়ার জন্যেও একটি উপহারও রাখা হয়েছে। অথবা রাজা আসবে বিশাল এক গাড়িতে চড়ে, যার চালক থাকবে পৃথিবীর সবচে' সুদর্শন। তাই হাজার রকম খাবার তৈরী করে টেবিল সাজানো হয়েছে। ভোজ শেষে রাজার জন্য তৈরী হয়েছে হাজাররকম মিষ্টি আর চকলেট।

যা ভাবতেই জিভে জল আসে। তবে, এতসব মিষ্টি আর চকলেট বোধহয় রাজার দাঁতের জন্যে ভালো নয়। তাই, রাজাকে কষ্ট না দিয়ে সেই চকলেট আমরা খাওয়াই ভাল। কী জানি, হয়তো রাজা আসবে না। যদিও আজ হাজার রকম মিষ্টি আর চকলেট তৈরী হয়েছে।

তবে তাতে খুব বেশী ক্ষতিতো নেই, টেবিল ভরা মজার খাবার আর মিষ্টি চকলেট সবটাই আমাদের জন্য রইবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।