আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস "মাছরাঙা টিভি" সাবাস..সাবাস "চ্যানেল নাইন" সাবাস"....সাবাস বাংলাদেশে বসবাসকারী ভারতীয় কুত্তারা!!!

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... তেমন কিছুই আর বলার নাই...যা ঘটার ওই তথাকথিত চ্যানেলগুলোতেই ঘটতেছে..এখনি রিমোট টিপ্পা দেখেন... ছিঃ ছিঃ...ওয়াক থু....ওই সব চ্যানেলগুলোর প্রতি... এখনি সময় ওই চ্যানেলগুলোর নাম পরিবর্তন করে "মাছরাঙা" থেকে "ভারতরাঙা" আর ""চ্যানেল নাইন" থেকে "চ্যানেল বলিউড" রাখার..!!! কি অবাক হচ্ছেন ক্যান এই ধরণের কথা বলতেছি?? মিয়া...খুশির কথা কিছু দিন পরে আমাদের চ্যানেলগুলোতেই সম্পূর্ণ পরকীয়া সমৃদ্ধ "ভারতীয় সিরিয়াল" গুলো দেখানো হবে... এই দেশের কিছু মিডিয়াতে তো রীতিমতো ভারতীয় লীলা খেলা চলতেছে...খবর রাখেননি মিয়া?? তাহলে শুনুন কাহিনীঃ আমাদের সবার প্রিয় "মাছরাঙা" টিভিতে LIVE দেখাচ্ছে IND VS NZ এর TEST MATCH!!! টি-২০ হলেও মানতাম...IPL, বা SLPL হলেও মানতাম......তাই বলইয়া TEST MATCH..!!! তাও আবার ওই বেঈমান ভারতের যারা নিজেদের ক্রিকেট ব্যবসার অতি লাভের জন্য আমাদের জাতীয় ক্রিকেট দলকে আমন্ত্রন জানায় না.... ঈদের অনুষ্ঠান বাদ দিয়া কাইলও দেখাইছে TEST MATCH টি। এমনকি আজ দুপুরেও দেখলাম ২টার খবরের সময় ছোট করে টিভি স্ক্রীনের এককোণায় খেলাটি দেখাইতাছে...!! আহারে কি অতীব গুরুত্বপূর্ণ খেলা রে আমার... আর পরশু দিন রাতে "চ্যানেল নাইন" এ ইন্ডিয়ান আইফা অ্যাওয়ার্ড দেখাইতেছিল!!! এখন আপনারাই বলেন এইগুলান কি ইন্ডিয়ান চ্যানেল না বাংলাদেশি চ্যানেল?? আমাদের চ্যানেলগুলোকে যেখানে ভারতে দেখানোর অনুমতিই নাই সেখানে আমাদেরই কিছু চ্যানেল অতি উৎসাহ হয়ে ভারতের TEST MATCH বা বিনুদুন অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখায়...!! এইসব আকাম-কুকাম যে করতাছে সেটার আইডিয়াডা কার মাথা থেকে আইলো ??? ওই বেজন্মা মিডিয়ার মালিকরা কি ইন্ডিয়া থেকে এতো বেশি টাকা পাইলো যে দেশের কথা ভুলে গেলো?? আরে শ্যালারা কিছু খুঁজে না পেলে বোটানিক অ্যারোমার বিজ্ঞাপন বা কলিকাতা হারবালের বিজ্ঞাপন দেখা কামে দিবো...... তাই, সাধু সাবধান...... বিঃদ্রঃ কেউ আমার কথায় কিছু মনে করলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.