আমাদের কথা খুঁজে নিন

   

সাবাস টাইগার সাবাস

ইসু্যভিত্তিক আন্দোলন

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বনেয়ার পর থেকেই 14 দল পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছিলো। কিন্তু দেশের দুটি রাজনৈতিক দলের লোক ছাড়া সবাই এটা মানলেও এতোদিন এটি অস্পস্ট ছিলো। কিন্তু এখন ইয়াজউদ্দিনের আসল চেহারা পরিস্কার হয়ে গেছে। 2001 সালের নির্বাচনের পর যখন বলা হচ্ছিলো কারচুপি হয়েছে, তখন এটি অনেকেই বিশ্বাস করতে চায়নি। মানে বিশ্বাস করেনি।

কিন্তু দীর্ঘ সময় পর হলেও এখন অনেকেই মানছেন কারচুপি হয়েছিলো। দেরিতে হলেও তারা এখন আন্দোলন করছেন 14 দলের সঙ্গে। গত সোমবার তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা রাষ্ট্রপতির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে পদত্যাগ করেছেন। তাদের এই দৃষ্টান্ত দেখে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেয়া উচিত। ভাবা উচিত ক্ষমতার লোভ নয়, আত্ম সম্মান অনেক বড়।

বাঘের লেজ হয়ে বেঁচে থাকার চেয়ে, বিড়ালের মাথা হয়ে বেঁচে থাকা অনেক ভালো। তাই পদত্যাগকারী চার উপদেষ্টাকে বলতে হয় সাবাস টাইগার সাবাস।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.