আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারে আছি

কে আমারে কবে রেখেছে ধরে প্রাণেরও অধিক আপন করে। কে আমায় দিয়েছে বাঁচার শক্তি কার কাছে ছিল প্রেমের আকুতি। দরদী ছিল কেই বা এমন যার ছিলনা অধিকার তেমন। কোথায় অপেক্ষা করেছিল সে ভালবাসি না কিন্ত বলেছিল যে। কোন প্রহরের কান্নার ঢল রৌদ্র-ছায়ায় করে কোলাহল। শহুরে রাস্তার মোড়ে মোড়ে কার ছবি খুঁজে ফেরে মেঘ হতাশার। চলে গেল যে, আসবে আবার কবে যেদিন অপেক্ষার অন্ধকার শেষ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।