আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারে বসে

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
জানো এষা আজ আমার এখানে বড় বেশী অন্ধকার আদিম কিছু মানুষ বুকে জিঘাংসা নিয়ে রক্তচক্ষু বেড়ায় ঘুরে হিংস্রমতন! জানো এষা এই আমরা যেন ফিরে যেতেছি আদিম যুগের ষাট প্রহরায় কেন যেন এই পিছে ফিরে চলা অন্ধ আমরা ক্রমশ চলেছি অতীতের কোন বরফের দেশে! জানো এষা জানো আমাওরা সকলে আবার যেন ফিরে পেতেছি দীর্ঘপশম মুখের দু'পাশে শ্বাপদের মতো শ্বদন্তটা তীক্ষ্ণ হতেছে তীক্ষ্ণ হতেছে-চাঁদের মতন ঝলসানো সাদা! জানো এষা আর আমার ভেতর যে মানুষ ছিল মানবিক মন তাকে কারা যেন পাঁজর ভেঙে,দু'উরু ভেঙে ঝুলিয়ে দিয়েছে ফাঁসির সাথে সভ্যতা হতে! জানো এষা তাই প্রতিরাতে পাই নষ্ট পশুর পঁচা দুর্ঘ্রাণ জানালার ধারে আকাশ বিদারী ক্রুদ্ধ চিৎকার চারদিক থেকে মৃত আমাকে ছিঁড়ে নিতে চায়!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।