আমাদের কথা খুঁজে নিন

   

ফার্মেসী মানিক ওরফে ডাক্তার মানিক

https://www.facebook.com/tanvir.mh মানিক এখন এক বিখ্যাত ডাক্তারের নাম। আগে মানিক্কা বলেও ডাক দিতনা মানুষ এখন সবাই ডাক্তার মানিক বলে ডাকে। এক ফার্মেসী দিয়েই আজ তার নাম পুরো গ্রাম জুড়ে। মানিক মনে মনে হাসে কেন যে মানুষ ডাক্তারি পরে আমার মত একটা ফার্মেসী দিয়া দিলেইতো পারে। কেল্লা ফতে।

হেহে……….. নতুন ওয়ালটন বাইক নিয়ে গ্রাম থেকে গ্রাম ঘুরে। আজ তার সাথে দেখা বাজারে গিয়ে। গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা করে। একবার গ্রামে এক বয়স্ক মহিলাকে স্যালাইন পুশ করতে গিয়ে হাতে ইনজেকশান দেওয়ার রগ খুজে পাইতেছিলনা,মানিক পরে মেজাজ খারাপ করে বোতলের স্যালাইন গ্লাসে ঢেলে ঐ মহিলার মুখ দিয়েই খাওয়াই দিছিলো। জিজ্ঞাস করলাম কি মানিক ইনজেকশান দিতে গিয়ে হাতে রগ খুইজা পাওতো এখন? কি যে কন না তখনতো ছোট ডাক্তার ছিলাম অতসত বুঝতাম না।

এখন কি FRCS ডিগ্রী অর্জন করছো? পেক্টিকাল কাজ করতে করতে বড় ডাক্তার হয়ে গেছি ডিগ্রি লাগেনা। অনেকদিন পর আসছেন একটা সিভিট খান। তোমার আব্বা দিত সিভিট তুমিও দেও সিভিট। মিয়া পরিবর্তন নাই। তার মোবাইলে ফোন আসে বাড়িতে রোগী দেখতে যাওয়ার জন্য।

কিন্তু সে শিডিউল দিতে পারছেনা। “আমার দোকানে নিয়ে আসেন রোগীকে,আমি খুব বিজি”। কি ব্যাপার মানিক তুমিতো বিজি না গেলানা কেন? আরে ভাই বইলেন না এখন কি আর আগের দিন আছে নাকি ডাক দিলেই যামুগা। ঐ পাড়ায় ভিজিট হিসেবে লাউ কদু ধরাই দেয় এখনও। ফকিন্নি রোগী আর দেখিনা ভাই।

তো ব্যবসা মনে হয় ভালই চলে তোমার। হ ভাই সবাই কয় আমার দোকানের নাপা সেরা আর আমার নাপাতেই কাজ হয়। নাপা তো নাপাই। দোকান টু দোকান পার্থক্য আছে নাকি? মানুষের মুখে ছড়াই গেছে আর কি আর বুঝেনইতো গ্রামের মানুষের স্বভাব। তোমরা তাইলে মানুষ নিয়া ভালই খেল।

কি করমু ভাই আমরাতো আর শহরের ডাক্তারের মত টেস্ট ধরাইয়া দিতে পারিনা তাই কিছু উল্টা পালটা দামি ওষুধ দিয়াই জ্বালাটা মিটাই। হুম মানিক। মানুষ মারছো মনে হয় ভালই তাইলে। এমনে কন কেন?বাচা মরার মালিক আল্লাহ। আর তুমি আজরাইল? না ভাই হেইটা কইয়েন না কত মাঝরাতে মানুষের বাড়ি বাড়ি গিয়া রোগী দেখি।

সাধ্য মত জান দিয়া চেষ্টা করি। ভালো কথা মানিক। পরের বার আইসা মনে হয় শুনতে হবে মানিক কবিরাজ হয়ে গেছে। আশেপাশে হাসপাতাল নাই আগের মত ভণ্ড পীর ফকির ও নাই। মাঝখানে তোমরা যা খুশি করতেছো।

না ভাই আরও ট্রেনিং নিমু। তোমার সব ওষুধে বিক্রয়ের জন্য নয় লেখা সিল মারা। সরকারী ওষুধ ওপেন বেচো সাহস তো ভালই আর্মিতে গেলানা কেন? কি যে কন না যার কাছ থাইকা কিনি মানে এই ক্লিনিকের আফা তিনি আবার চেয়ারম্যানের বউ। ইলেকশানের সময় ৩টা মাস খাইটা জিতাইছি। আমারে কে ধরবো? আর ভাই আর্মিতে যাওয়ার কথা কন? আমি যে লম্বা জাপানের আর্মিতে যাইতে পারমু।

হেহে………. ভালো মানিক চালিয়ে যাও। সিভিট শেষ হয়ে গেলো। এখন যাই পরের ঈদে দেখা হবে। দোয়া রাইখেন ভাই সামনের মাসে বিয়া করতাছি………………… তানভীর মাহমুদুল হাসান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.