আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ সনি এক্সপেরিয়া এস

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সনির এখনকার সবচেয়ে শক্তিশালী ফিচার সমৃদ্ধ স্মার্টফোন এক্সপেরিয়া এস। সেটটি এন্ড্রয়েড জিঞ্জারব্রেড চালিত যা জেলিবিন পর্যন্ত আপগ্রেড করা যাবে।

১৪৪ গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৬ মিলিমিটার। এতে আছে ৪.৩ ইঞ্চি এলইডি ব্যাকলিট এলসিডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক এবং একসাথে ১০টি টাচ সমর্থন করা মাল্টিটাচ অপশন। সেটটি সাদা, কালো এবং রুপালি রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৩২জিবি ইন্টারনাল মেমরি । তবে সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে না।

এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১২মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও লাইট, ভিডিও স্ট্যাবিলাইজেশন ফিচার সহ ১০৮০পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করার সুবিধা। সেটটি তে আছে ১৭৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৭ঘন্টা টকটাইম এবং ৪৫০ ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এই সিরিজের ইউ এবং পি সেটের মত এতেও রয়েছে আকর্ষণীয় এলইডি বডী লাইট।

এছাড়া এতে আছে নয়েজ কমানোর জন্য বিশেষ মাইক্রোফোন, টিভি লঞ্চার, এসএনএস ইন্ট্রিগেশন এবং এইচডিএমআই আউটপুট পোর্ট। এত ফিচার সহ সনি এক্সপেরিয়া এস এর দাম পড়বে ৩৬,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।