আমাদের কথা খুঁজে নিন

   

আজকের আড্ডা স্মরনীয় আড্ডা , কারন আজকের আড্ডায়....

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আজকের আড্ডা স্মরনীয় আড্ডা , কারন আজকের আড্ডায়....আমরা এক্সপায়ার্ড আরসি কোলা খেয়েছি (পান করেছি। ) ভয় পাবার কিছু নেই , আসলে আরসি কোলা খানার ডেট এক্সপায়ার্ড হয় নাই বলে দোকানদার মোটামুটি নিশ্চিত করলেও সন্দেহ ঘনীভূত হয়েছিল , কারন কেউ এক্সপায়ার্ড ডেট মিলিয়ে দেখেনাই। .... আমার তোলা ছবির মধ্যে বোতল টির ছবি ধরা পড়েছে...কিন্তু সেখানে দূরবীক্ষণ যন্ত্র সহকারে দৃষ্টি মেলেও সেই ডেট উদ্দার করা গেলোনা। এখন বাঁচা মরা সবই তো উপর ওয়ালার হাতে। ইউনূছ সাহেবের আজকের ব্লগ আড্ডা নামক পোষ্টে ছবি দেয়া নিয়ে প্রচ্ছন্ থ্রেটমূলক কমেন্টগুলো পড়ে ছবিখানা ও দেয়া গেলোন....সন্দেহ নিয়েই আপনাদের কষ্ট করে ধৈর্য্য ধরতে হবে।

সাথে একএকজন কয়খানা করে যে সুনীল দর দেয়া মিলক্ চকলেট খেয়েছেন না মেলামাাইন বা ক্যাডমিয়াম খেয়েছেন, তারও কোন সুরাতহাল করার অবকাশ হয়নি। এসবের পেছেন সময়ের অভাব কেনোই হবেনা। প্রথম বারেরর মত কোন ব্লগীয় আড্ডায় বহুল পরিচিত , আলোচিত ব্লগার ত্রিভূজকে আজকে পাওয়া গেলো স্বশরীরে। বাড়িত উৎকণ্ঠা আর কৌতূহল তো আমাদের মত সাদাসিদে অনেক ব্লগারের প্রাণে জাগবেই। আসলে শেষ কথা এই যে এত জনা ব্লগার আড্ডা দিলাম একসাথে সেই পূণ্যে ..সকল প্রকার ম্যালামাইন, ক্যাডমিয়াম আর ডেট এক্সপায়ার্ড কোলার কোন প্রভাব কারও হবেনা বলেই বিশ্বাস।

.... সকলেক বিশেষ ধন্যবাদ সাদামাটা হলেও সুন্দর একটা আড্ডা সফল করায় । সুনীল দাকে ধন্যবাদ দিতেই হয় , আইরিন কে সুন্দর একখানা সুরেলা গান গাইতে অনুরোধ ও রাজি করায় এবং আইরিন কে তো সেই গানের জন্য কেবল ধন্যবাদ ই নয় সাথে ...শুভ্র শুভেচ্ছাও ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।