আমাদের কথা খুঁজে নিন

   

রাজারবাগ শরীফঃ যুগশ্রেষ্ঠ ওলী-আল্লাহর দরবার শরীফ (৪)

 অনেক কিছুই জানলাম, তাছাউফ সম্পর্কে আরও অনেক কিছুই জানব ইনশাআল্লাহ। কিন্তু এবার রাজারবাগ শরীফের প্রসঙ্গে আসি। রাজারবাগ শরীফ কোথায় অবস্থিত? - মালিবাগ মোড়ে নেমে দক্ষিণ-পূর্ব দিকের রাস্তা ধরে ২-৩ মিনিট হাটলেই রাজারবাগ পুলিশ লাইন ৩ নং গেট চোখে পড়বে। ঠিক তার বিপরীত পাশেই রাজারবাগ শরীফ অবস্থিত (সুবহানাল্লাহ)। ঠিকানা হচ্ছে- ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।

অন্য কোন দরবারের মত ‘লোক দেখানো ফুটানি’ নেই এখানে। আশা করি, (আপাতত) ৫ তলা সম্পন্ন বিল্ডিং মুবারকের সাদামাটা এ দরবার শরীফ দেখে কোন আদরের দুলাল পিছিয়ে যাবেন না। খুব সম্ভবত সেখানে লেখা দেখতে পাবেন 'মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা'।  আচ্ছা, পূর্বের পোস্টে হক্কানী পীর সাহেবের যে চারটি বিষয় যাচাই এর কথা বলা হল, তা কি রাজারবাগী পীর সাহেব ক্বিবলা আলাইহিস সালাম উনার রয়েছে? - প্রথমতঃ তিনি কোন হক্কানী পীর ছাহেবের তরফ থেকে খিলাফতপ্রাপ্ত কিনা? রাজারবাগের পীর সাহেব ক্বিবলা আলাইহিস সালাম অবশ্যই হক্কানী একজন ওলী-আল্লাহর পক্ষ থেকে খিলাফত প্রাপ্ত। উনার পীর সাহেব ক্বিবলার নাম মুবারক হচ্ছে আলহাজ্জ হযরত মাওলানা শাহ ছূফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ আলাইহিস সালাম।

তিনি যাত্রাবাড়ীর পীর সাহেব নামে মশহুর ছিলেন। -দ্বিতীয়তঃ আক্বীদা আহলে সুন্নত ওয়াল জামায়াতের অনুরূপ কিনা? রাজারবাগী পীর সাহেব ক্বিবলা আলাইহিস সালাম উনার আক্বীদা সম্পূর্ণরূপে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুরূপ (সুবহানাল্লাহ)। এ ব্যাপারে কোন সন্দেহ নাই। এরপরও যারা বিরোধিতা করে থাকে, তাদেরকে বরাবরই চ্যালেঞ্জ করা হয়েছে যেন প্রকাশ্য ময়দানে বাহাছ করে তারা তাদের ভ্রান্ত বিষয় প্রমাণ করার চেষ্টা করে। আক্বীদার কিছু বিষয় জানতে Click This Link -তৃতীয়তঃ আমলের দিক থেকে সুন্নতের পাবন্দ কিনা? রাজারবাগের পীর সাহেব আলাইহিস সালাম ফরয, ওয়াজিব, সুন্নত এমনকি মুস্তাহাব আমলও ছাড়েন না।

আবার সামান্য মাকরূহ কাজও উনার দ্বারা হয় না। সুবহানাল্লাহ। উনার সুন্নত অনুসরণ ও সুন্নত পালনের দীক্ষা সত্যি অতুলনীয়। তিনি উনার মুরীদদের এবং সকল মুসলমানকে সুন্নতী টুপি, কোর্তা, লুঙ্গি, পাগরি, রুমাল, মোজা, চিরুনি, বালিশ, সুরমা, পেয়ালা, প্লেট, চাদর, তসবীহ, দস্তরখান ইত্যাদি অসংখ্য সুন্নতী সামগ্রী ব্যবহার করার নির্দেশ দেন (সুবহানাল্লাহ)। যে কেউ স্বশরীরে এসে তার প্রমাণ দেখে নিতে পারে।

-চতুর্থতঃ ইলমের দিক থেকে তিনি কি এতটুকু ইলমের অধিকারী কিনা- যার দ্বারা নিজেকে এবং অধীনস্থ মুরীদদেরকে বিদয়াত-বেশরা তথা কুফরী- শেরেকী থেকে ফিরিয়ে হক্ব মতে-পথে দায়িম-কায়িম রাখতে পারেন? রাজারবাগের পীর সাহেব উনার একখানি লক্বব মুবারক হল- ইমামুশ শরীয়ত ওয়াত তরীকত। তিনি হচ্ছেন শরীয়ত ও তরীকতের ইমাম। এখন ইমাম হওয়ার যোগ্যতা কিন্তু সবাই রাখে না। নিঃসন্দেহে বলা যায়, অবশ্যই রাজারবাগী পীর সাহেব ক্বিবলার সেই পরিমাণ ও তদপেক্ষা অধিক ইলম মুবারক রয়েছে যারা দ্বারা তিনি নিজেকে এবং অধীনস্থ মুরীদদেরকে বিদয়াত-বেশরা তথা কুফরী- শেরেকী থেকে ফিরিয়ে হক্ব মতে-পথে দায়িম-কায়িম রাখতে পারেন (সুবহানাল্লাহ)। অনেকে সন্দেহ পোষণ করে, অনেকে বিরুদ্ধাচরণ করে; তারা কি আদৌ বিষয়টিকে অসাড় প্রমাণ করার বৃথা চেষ্টা করবে!  রাজারবাগের পীর সাহেবের নাম মুবারক কি, আর উনার পরিচয় জানতে চাই? - জি উনার মুবারক পরিচয় সম্পর্কে আল- ইহসান শরীফে যথেষ্ট রয়েছে।

লিঙ্ক দিচ্ছি, দেখে নিবেন। Click This Link  আচ্ছা রাজারবাগ দরবার শরীফে কি যে কেউ যেতে পারে? ঢুকতে গেলে টাকা-পয়সা লাগে নাকি? পরিচিত না থাকলে কি সমস্যা হবে? আর সেখানে গিয়ে কিভাবে কি করতে হয়? - মহান আল্লাহ পাক উনার ওলীর দরবার শরীফ। অবশ্যই এখানে যে কেউ আল্লাহ পাকের মুহব্বতে আসতে পারে এবং তালিম গ্রহণ করতে পারে। আর টাকা-পয়সা লাগবে কেন!! এখানে তো দুনিয়াবী স্বার্থ নেই। আপনার সাথে পরিচিত কেউ না থাকলেও সমস্যা নেই।

রাজারবাগ দরবার শরীফ এর ৫ তলায় মসজিদ মুবারক রয়েছে। আপনি চাইলে যে কোন একদিন ওয়াক্তিয়া নামাজ সেখানে আদায় করে দেখে আসতে পারেন। যেহেতু আল্লাহ পাক উনার ওলীর পবিত্র দরবার শরীফ। তাই আদব রক্ষা করা জরুরী। যদি কিছু বুঝে উঠতে না পারেন, তবে দরবার শরীফের গেট মুবারক দিয়ে ঢোকার পর নিচেই বামপাশে সেখানে আঞ্জুমান অফিস রয়েছে।

আপনার কোন কিছু জানার থাকলে বা সাহায্যের প্রয়োজন থাকলে সেখানে দায়িত্বরত ব্যক্তির কাছ থেকে জেনে নিতে পারেন। আশা করছি, বিপত্তির কোন আশংকা নেই। তবে অনুরোধ করছি, না জানলে প্রশ্ন করবেন, কিন্তু বেয়াদবী করবেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.