আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে নিন ২১২৫০৳ মূল্যের Photodex Proshow Producer 5 সাথে বোনাস ১৭০০০৳ মূল্যের ১০টি প্রিমিয়াম ইফেক্ট প্যাক , ফুলভার্ষন মিডিয়াফায়ার। আমার ৫০তম পোষ্ট

পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita আসলামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন আজ আমার হাফসেন্চুরি পোষ্ট। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো Photodex Proshow Producer 5 এর সাথে একদম আপডেট ভার্ষন।

আমরা কত ছবি তুলি তারতো কোন হিসাবেই নেই , মোবাইলে , ডিজিটাল ক্যামরায় আরো কত কি ? আর বিশেষ করে ঈদে আমাদের ছবি একটু বেশি তুলা হয়। আগে ছোট বেলাই রিল কিনে না দিলেতো ঈদ করতাম না,শুধু ছবির জন্য। আমরা ছবির মাধ্যমে অনেক গুরুত্ত পূর্ন ছবি তুলে থাকি আবার বিষেশ মূর্হতের ছবি , ক্যম্পাসে হাটে ,ঘাটে, মার্কটে ,কত ভ্রমনে ছবি তুলি , এগুলা আমাদের পিসিতে এমনেই পরে থাকে । কিন্তু আপনি এই্ Photodex Proshow Producer 5 এর মাধ্যমে ছবি গুলোকে স্লাইড ভিডিও করতে পারবেন আপনার কোন কিছুই করা লাগবেনা । আপনার কাজ শুধু ছবি গুলাকে দেখিয়ে দেয়া , তারপর ছবির ব্যাকরাউন্ডে কি গান দিবেন , কি লেখা দিবেন , তারপর হলো আসল জিনিস কি কি ইফেক্ট দিবেন আছে হাজার হাজার ইফেক্ট , আপনি কাস্টম করেও ইফেক্ট দিতে পারবেন আবার অল ইফেক্টের মাধ্যমে সব গুলা ইফেক্টই দিতে পারবেন।

তারপর ভিডিওটি প্রিভিও দেখাবে আপনার কাজ গুলা কেমন হয়েছে তারপর . আসল ধাপ আউটপট কি দিবেন চাইলে অনলাইনে বসে আপলোড করে দিতে পারবেন , আর আপনার পছন্দ মত আউটপুট ফরমেট দিন ,আর আমার দেখা এত হাই কোয়ালিটি আউটপুট কোন স্লাইড সফ্টওয়ার দিতে পারবে না গেরান্টি দিলাম। এতে আছে mp4,avi,mpeg, 1080p HD 720p Hd আরো অনেক হা্ই কোয়ালিটি ফরমেট। আপনি চাইছেন ছবি আছে কিন্তু সাথে মজার কিছু ভিডিও আছে হাহাহা এগুলা দিতে পারবেন । চাইছেন ভিডিওতে জলছাপ বা বাজারে কেনা সিডির মত করবেন ? মানে একটা ছবি দিয়ে ব্যাকরাউন্ড মিউজিক দিলেন পাশে আপনার বানানো ভিডিও ক্লিক করলে ওইটাতে চলে যাবে তাও পারবেন । যদি চান স্ক্রিনসেভার ও দিতে পারেন ।

আবার ডট এক্সি ফরমেটেও রাখতে পারবেন এক কথায় অসাধারান যা সারাদিন লিখেও শেষ করা যাবেনা। কিছু স্ক্রিনশট দেখে নেই। ভাবছেন কতবড় সফ্ট ! আরে না মাত্র ৪৩ এমবি বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইটে যেতে পারেন কিভাবে করবেন ফুলভার্ষন ? প্রথমে প্রো শো ওপেন করুন তারপর ট্রায়াল চেপে ইন্সটল করুন ইন্সটল হয়ে গলে ওপরের টুলসে যান তারপর ডাউনলোডে যান তারপর ডাউনলোড অল এ ক্লিক করুন ,ভয় নেই কোন কিছু ডাউনলোড হবেনা কিছু মিসিং দেখাতে পারে । তারপর ইক্সিট দিয়ে বাহির হয়ে প্যাচ ফোল্ডার থেকে প্যাচটা নিয়ে >>> C:\Program Files\Photodex\ProShow Producer. নিয়ে পেষ্ট করুন কিছু চাইলে রিপ্লেস অল দিয়ে দিন হয়ে গেলো ফুলভার্ষন ঈদ বোনাস বোনাস হলো ২০০$ ডলার মূলের ১০টি ইফেক্ট প্যাক। আমরা যারা এইটা ইউস করি তারা সবাই জানেন ডিফিল্ট ইফেক্ট গুলাও অনেক ফাটাফাটি কিন্তু আবার বলতে পারেন ফাটাফাটি হলে এগুলার কি দরকার ! আরে আছে আছে প্রিমিয়াম জিনিসের কদর আছেনা ।

এমনেই দেখলেন কত টাকা সাধারণত এইটা নিয়ে আগে কয়েকটা ব্লগে পোষ্ট করলেও এই ইফেক্ট গুলা কেউ দেইনাই আর এগুলা সহজে পাওয়া যায়না কিছু দিন পর পর সার্ভার থেকে অটো ডিলেট হয়ে যায়। যাই হোক এই ইফেক্ট গুলা বেশ ওজন শিল তাই আমি প্রত্যেকটার আলাদা আলাদা লিংক দিচ্ছি। ইফেক্ট গুলা তিনটি ক্যাটাগরি করা হয়েছে জেনারেল স্টাইলপ্যাক: এর ভিতরে ভলিয়ম ১ , ২, করে ৫টি প্যাকেজ সাইজ: ৯৬ এমবি রিজিউম ডাউনলোড লিংক স্টাইল প্যাক থিম: সাইজ - ১৫২ এমবি স্টাইল প্যাক Weddings: সাইজ-৪২৯ এমবি। স্টাইলপ্যাক Vintage: সাইজ -৩৪৯ এমবি। অফিসিয়াল সাইটে ইফেক্ট গুলো কি রকম দেখতে অফিসিয়াল সাইটে দেখতে পারেন ইফেক্ট গুলা কেমন হবে আর ই্‌উটিউব ভিডিওটি দেখতে পারেন আপনার যেইটা ইচ্ছা এখান থেকে ডাউনলোড করতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবো যদিও আমি সাজিয়ে গোছিয়ে লিখতে পারিনা।

আজকের মত আল্লাহ হাফেজ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.