আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি কবিতা-ইচ্ছা ছিল ডাক্তার হবো

তুমি আমার জল-স্থলের মাদুর থেকে নামো.....তুমি বাংলা ছাড়ো !!! ইচ্ছা ছিল ডাক্তার হব করব দেশের সেবা, কর্তব্যে কে বা বড় ক্ষুদ্র বটে কে বা? সে স্বপ্নেতেই বুক বাঁধল, মূর্খ বাপ আর মা, পোলা তাদের সফল হবেই, বিফল হবে না। কিন্তু যে হায় পোড়া কপাল, এমন সর্বনাশ..... SSC তে SOCIAL SCIENCE, আইক্কাআলা বাঁশ!!! আশা হারাইনি; দৃপ্ত আমি, আমার স্বপ্নপথে,ডাক্তার হব, বড় হব......... চড়ব বিজয় রথে। HSC তে ভাগ্যদেবী আবার হলেন চড়া, সবকিছুতেই পেলাম 'পিলাস', বাদ বাংলার *াড়া ! সব ভূলে ,একমনে কোচিং শুরু করি... ছোট্ট এই মনটা আমার, আশায় ওঠে ভরি। রোজ সকালে উঠে দেখি, আমার মায়ের মুখ। ঐ চোখেতেই ভূলে গেলাম, সোনা হারানোর সুখ। এই গুড়েতেও পড়ল বালি সোনা পাইনি আমি, আমার সাথে এই পরিহাস করলেন অন্তর্যামী ! ফিরলাম বাড়ি, বলি মাকে,"ওরে আমার মাগো" তোমার আঁচল দিয়ে আমার বুকের, দুঃখখানি ঢাকো.... মা আমার সবই বোঝেন, বুঝেশুনে সবই; বললেন,"খোকা...কী দরকার!? অন্যকিছু হবি!!!" বললাম,"তাইতো, তোমার ছেলে ডাক্তার যদি হবে, গরীবিয়ানার সীলমোহর..... কাদের গায়ে রবে?" এমন ভাবে স্বপ্ন আমার স্বপ্ন হয়ে রয়, করব কি আর; বাবা আমার মন্ত্রী-আমলা নয়!" [উৎসর্গ:-সংগ্রামী ভাইবোনদের।] দয়া করে,কপি-পেস্ট করবেন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।