আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি

নূর রবি

কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল চৌকি ও খাট, ডাবলখাট রেখে আমি করবটা কি? হা হা হা পায়রে হাসি, আমরা পুরুষ নইতো খাসি, বলতে পারিনা 'ভালবাসি' কচু গাছে দিমু ফাসি। । নাচে ঐ কালবৈশাখী, তাতে আমার যায় আসে কি? আমিতো সারাবছর ডাবলখাটে একলা ঘুমাই, বন্ধুরা সব হচ্ছে জামাই, শ্বশুর বাড়ী খাচ্ছে সেমাই আমি শুধু ডাবলখাটে একলা ঘুমাই। । ওরে ও পাগলা পোলা, আশি টাকা নাকি তোলা, খাটের ঐ তক্তাগুলো জোরসে ধরে, হ্যাচ্কা টানে, ভেঙে ফেল ঘুনধরা খাট, খাটের ঐ স্টান্ডগুলি, দুহাতে উপড়ে তুলি, শক্তি দিয়ে আঘাত কর, মেঝের ঐ টাইলস বরাবর, ভেঙে গেলে, নষ্ট হলে, টেকা লাগলে আমি দিমু, এককথা আর কয়বার কমু। । কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল চৌকি ও খাট…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।