আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগঃ আমার তোলা কিছু ছবি (অষ্টম কিস্তি), চা পানির ব্যবস্থা আছে

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। জাহাজ বাড়ি, ধানমণ্ডি ( বিকাল বেলায় ) সন্ধায় দেখা জাহাজ বাড়ি ধোঁয়া ওড়া কফির মগ সাত রঙ্গা চা ভালবাসায় বেঁচে থাকা বাংলার তাজমহল রাঙ্গামাটির কাপ্তাই লেক মনে পড়ে সেই "আঠারো বছর বয়স" যে আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি, সেই আঠারোর কবি সুকান্ত আজ নেই, তবে আছে তার মন্ত্রণা, লাখ আঠারোর হৃদয়ের দামামা বাজিয়ে যে মন্ত্রণা মাথা উঁচু করতে শেখায়। শেখায় বাঁচার মত বাঁচতে, আঠারোর জয়ধ্বনিতে স্বর্গ মর্ত্য একাকার করে দিতে। কাঁপিয়ে দিতে বিশ্ব চরাচর। মায়া একটা ফুলের ছবি না দিলে কি চলে !! আমার তোলা কিছু ছবি ( যেকোনো গঠনমূলক সমালোচনা সাদরে গৃহীত) কেমন লাগল জানাতে ভুলবেন না ক্যামেরার চোখ দিয়ে ( আমার ফটোব্লগ) খানাপিনার সুব্যবস্থা আছে ক্যামেরা হাতে আমার চোখে। দেখুন তো কেমন হয়েছে ফটুক গুলান নতুন ডি এস এল আর টাতে আমার তোলা ব্র্যান্ড নিউ কিছু ছবি। দেখুন তো কেমন হয়েছে ক্লিক ক্লিক ক্লিক পার্ট- ৩ আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ) ক্লিক ক্লিক ক্লিক  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.