আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ।

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " আমার মতো ২০১২ সালে যারা এইচ এস সি পরীক্ষায় পাশ দিয়েছেন তাদের এখন একটাই লক্ষ " বিশ্ববিদ্যালয় "। ইতিমধ্যে সকলেই দৌড়-ঝাপ শুরু করেছেন কোচিং সেন্টারে। এখনো দৌড়াইতেছেন।

আমিও ব্যতিক্রম না। যুদ্ধ শুরু হতে চলেছে। যুদ্ধে অংশ গ্রহণ করতে হলে নাম নিবন্ধন করুণ। কোন যুদ্ধ ক্ষেত্রে অংশ নিবেন ভেবে নিন। নিম্নে কিছু লিঙ্ক দেওয়া হল ।

সাথে ভর্তি প্রক্রিয়া শুরুর তারিখ দিয়ে দিলাম। ১। ঢাকা বিশ্ববিদ্যালয় । ( ২৫ অগাস্ট থেকে ) ২। বুয়েট ।

( কবে হবে অনিশ্চিত ) ৩। কুয়েট ( এখনো আপডেট হয়নি ) ৪। চুয়েট । ( ২ সেপ্টেম্বর থেকে ) ৫। রুয়েট ।

( আপডেটিং ) ৬। শাহজালাল বিঃ ও প্রঃ বিশ্ববিদ্যালয় । ( এখনো আপডেট হয় নি ) ৭। পটুয়াখালী বিঃ ও প্রঃ বিশ্ববিদ্যালয় । ( আপডেটিং ) ৮।

পাবনা বিঃ ও প্রঃ বিশ্ববিদ্যালয় । ( আপডেটিং ) ৯। মাওলানা ভাসানী বিঃ ও প্রঃ বিশ্ববিদ্যালয় । ( আপডেটিং ) ১০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।

( আপডেটিং ) ১১। খুলনা বিশ্ববিদ্যালয় । ( ৪ সেপ্টেম্বর থেকে ) ১২। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । ( আপডেটিং ) ১৩।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় । ( ২৭ অগাস্ট থেকে ) ১৪। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । ( আপডেটিং ) ১৫। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ।

( ৫ সেপ্টেম্বর থেকে ) ১৬। রাজশাহী বিশ্ববিদ্যালয় । ( ১ সেপ্টেম্বর থেকে ) ১৭। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় । ( আপডেটিং ) যুদ্ধ সফল হোক।

ধন্যবাদ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.