আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্সারদের বিড়ম্বনার এক নাম ইসলামী ব্যাংক

আজ বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় যারা জড়িত তারা মেধাবী ও তরুণ প্রজন্ম । সরকার গত বাজেটে ফ্রিল্যান্সিংয়ের অর্থের উপর ১০ শতাংশ করারোপ করে । খবরটা ছিল সত্যি খুবি দুঃখজনক এবং হতাশাজনক। এমনিতে আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত আছেন তাদের সমস্যার কোন শেষ নেই, তার উপর এই কর নামক নতুন বোঝা, মরার উপর খরার ঘা!! যাহুক অনেক আন্দোলন সংগ্রাম করে, ফ্রিল্যান্সাররা কর নামক নতুন বোঝা মাথা থেকে সরাতে সক্ষম হন ।

কিন্তু ফ্রিল্যান্সিং পেশার মানুষ গুলোর সমস্যার যেন শেষ নেই। বিশেষ করে সমস্যার তীর টা ইসলামী ব্যাংক এর উপর বেশী ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত আয়ের টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে আনতে গেলই ১০ শতাংশ করারোপ করে টাকা কেটে নেওয়ার অভিযোগ অনেক ফ্রিল্যান্সাররাই করেন। যা কিনা কেটে রাখার কোন নিয়ম নাই । অনেক ইসলামী ব্যাংকের ব্যাংক কর্মকর্তাই ফ্রিল্যান্সিং কি সেটাই জানে না। আজ এই সমস্যার মুখোমুখি হল আমার কাজিন।

তার $4000 ডলার মানি-বুকারের মাধ্যমে odesk এর আয়ের টাকা ট্রান্সফার করে। ব্যাংক থেকে তাকে ফোন করে ,ব্যাংক এর এক কর্মকর্তার সাথে দেখা করতে বলা হয়। ব্যাংক এ গেলে তাকে বলা হয় ১০ শতাংশ কর প্রদান করে টাকা নিতে হবে। সে ব্যাংক এর কর্মকর্তা কে অনেক বুঝাল এবং বলল দেখেন আমি তো গত ৩ বৎসর যাবত টাকা এই ব্যাংকে ট্রান্সফার করি কখনো আমাকে কর দিতে হয় নি। তা ছাড়া সরকার তো ফ্রিল্যান্সারদের উপর কর মকুফ করেছে ।

না সেই কর্মকর্তা কোনভাবে বুঝতে নারাজ। সে ফ্রিল্যান্সার কি সে টাও জানে না । আগের কর্মকর্তারা ভুল করে ‘কর’ নেই নি বলে সাফ জানিয়ে দেয় । এবং গত ১ বৎসরের সব বকেয়া কর জমা দিয়ে টাকা উত্তোলন করার কথা বলা হয়। যে করের কথা বলা হচ্ছে সে করের টাকার পরিমাণ ৫ লক্ষাধিকের ও বেশী হবে।

উল্লেখ্য: ইসলামী ব্যাংকের কয়েকদিন পর পর কর্মকর্তার পরিবর্তন হয়। আগের অফিসার থাকা কালীন এই প্রবলেম হয়নি। এই সমস্যা টি হয় ইসলামী ব্যাংক ভি,আই, পি রোড কাকরাইল শাখায়। এই সমস্যা এক মাত্র ইসলামী ব্যাংক এই বেশী হচ্ছে বলে বিভিন্ন ফ্রিল্যান্সারদের কাছ থেকে জানা যায়। এবং বিভিন্ন গ্রুপে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা ট্রানজেকশনের কথা নিষেধ করা হচ্ছে।

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের গ্রাহকদের সাথে খারাপ আচরণের কথা প্রায় শোনা যায়। যদিও গ্রাহক রা এই সব বিষয়ে কখনো প্রতিবাদ করেনি। গ্রাহকদের বিভিন্ন নিয়মের বেড়াজালে হয়রানি করা হয় । অন্নের চেক নিয়ে টাকা উত্তোলনের বিড়ম্বনার এক অনন্য দৃষ্টান্ত ইসলামী ব্যাংক।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.