আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০ % করঃ বজ্রাহত, হতবাক, নিরাশ

সুন্দর বাংলাদেশ চাই গত ৩০ জুন মানিবুকার্স থেকে ডলার পাঠিয়ে আজ দুপুরে (০৩-০৭-২০১৩) ব্যাংকে গেলাম টাকা তোলার জন্য। ব্যাংকের কর্মকর্তা আমাকে একটা নতুন খবর শোনালেন। সেটা হচ্ছে, ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০% কর কর্তন শুরু হয়েছে চলতি অর্থ বছর (২০১৩-২০১৪) থেকে। তিনি আমাকে ২০১১ সালের এনবিআর এর একটি আদেশ দেখিয়ে বললেন, ২০১৩ সালের জুন পর্যন্ত আপনাদের জন্য ট্যাক্স রহিত করলেও জুলাই ২০১৩ থেকে ১০ % ট্যাক্স দিতে হবে। আমি সে চিঠিটা পড়ে দেখলাম।

তাতে লেখা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫২ কিউ মোতা্কে দেশে অবস্থান করে বিদেশি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেবা প্রদান বা কাজ করে বিদেশ থেকে প্রাপ্ত অর্থের উপর ১০% হারে কর কর্তন করা হবে। আমি যতদূর জানি এই আদেশটি ২০১১ ও ২০১২ সালে চালু করা হলেও পরে তা স্থগিত করা হয়েছিল। কিন্তু এবছর আবার নতুন করে ব্যাংক কেন এটা শুরু করতে গেল তা বোঝা গেল না। এটা চালু হলে ফ্যিল্যান্সাররা ব্যাপক ক্ষতির মধ্যে পড়বে। ২০১১ বা ২০১২ সালে এ আদেশটি স্থগিত হয়েছিল এমন কোন ডকুমেন্ট যদি কারো কাছে থাকে তাহলে অনুগ্রহ করে একটু জানাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.