আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের পরে বাড়ি ফেরা- দূর্ভোগ/দূর্যোগ?

ইউনিকের বাসে বাড়ি ফিরলাম।রাস্তায় তওবা পড়া, কালেমা পড়ে, মনে মনে আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, পরিচিত-অপরিচিত সবার সাথে যত খারাপ ব্যবহার করেছি-তার জন্য মাফ চেয়ে একেবারে প্রস্তুত।যেকোন সময় দূর্ঘটনা হয়ে অকাল-প্রয়াত হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল আজ। ড্রাইভার কি খেয়ে গাড়ি চালাতে আসছিল কে জানে। তারমধ্যে সামনের ২ সিটে বসেছে পুরান-ঢাকাইয়া এক পরিবার।ওদের অত্যাচারে আমার দফারফা।খোলা জানালা দিয়ে বঊটা একবার বমি করে, একবার ছোট বাচ্চাটা থুথু ফেলে, একবার জামাইটা পানি দিয়ে মুখ ধোয়, আর সব বাতাসে ছিটকে এসে আমার গায়ে-মুখে পড়ে!! ঈদের জামাটার ১২টা বাজিয়ে তাদের শান্তি হল। কি এত পাপ করেছিলাম কে জানে!! এইবারের বাস ভ্রমণ আমাকে পুরা কান্দাইয়া ছাড়ল!  যাক, অবশেষে ৫ ঘন্টার টেনশনে আধমরা হয়ে বাসায় পৌঁছাতে পেরেছি, তাতেই আল্লাহর কাছে হাজার শোকর। কেমন কাটল সবার ঈদ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.