আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের মানে ( সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক )

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

ঈদের অনেক মানে, ব্যক্তিবিশেষে বদলে যায় এই সহজ মানেটাও, যে লোকটা প্রবাসে থাকে, সে ভাবে বাড়িতে প্রিয়জনেরা ঈদ করছে তার কাছে কি ঈদের মানে একাকিত্বে স্মৃতি রোমন্থন নয়? ঈদের অনেক মানে, এই মানে বদলে যায় সময়ের স্রোতে যে মানুষটি বড় হয়ে বাস্তবতার স্রোতে হাবুডুবু খাচ্ছে তার কাছে কি ঈদের মানে ফিকে হয়ে যাওয়া আনন্দ নয়? ঈদের অনেক মানে, এই মানে নিরন্তর বদলে যায় পারিপার্শ্বিকতায় নববধুটির প্রথম ঈদ, যে কিনা আগের ঈদে ছিল বাপের বাড়িতে তার কাছে ঈদ মানে কি, ছেড়ে যাওয়া আত্বিক টান উপলব্ধি নয়? সবার কাছেই ঈদের অনেক মানে, অনেক ব্যাঞ্জনা ঈদ মানে আনন্দের জোয়ার, ঈদ মানে খুশী কিন্তু আমি জানি, ঈদ মানে উপলক্ষ্য ধরে গ্রামের টানে চলা ঈদ মানেই মায়ের হাতে সেমাই খেয়ে অদ্ভুত মুগ্ধতায় ভাসা ঈদ মানেই সালামির জন্য বাবার কাছে অদ্ভুত আবদার। কিন্তু যাদের গ্রাম নেই, মা নেই , নেই বাবা, তাদের কাছে ঈদ মানে কি? এই যে বলি আমি জানি, তাদের জন্য কি এই জানাটা ব্যতিক্রম নয়? এজন্যই বলি ঈদের অনেক মানে অনেক মানের প্রত্যাশা শেষে আলোকিত ভোরের দেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.