আমাদের কথা খুঁজে নিন

   

প্রবীণদের কথা ভাবতে হবে

বাংলাদেশে প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে। দরিদ্র প্রবীণেরা প্রথম তাদের ক্ষমতা ও সম্মান হারাচ্ছেন এই পরিবারের মধ্যেই। যে সমাজে প্রবীণ জনগোষ্ঠী যত সমৃদ্ধ, তাদের শেকড়ও তত শক্ত। আমরা আমাদের সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে সেই শেকড়টি যেন উপড়ে ফেলছি। আর এর ফলে আমাদের সেই মজবুত গাঁথুনিও আর নেই।

বাংলাদেশে মোট জনসংখ্যার ৮.১২% হলো প্রবীণ, যারা সংখ্যায় ১ কোটি ৩০ লাখ। যার মধ্যে অর্ধেকের বেশি হলো দারিদ্র্যসীমার নিচে। তাদের সমস্যা অনেক। প্রবীণ নারীরা শুধু বার্ধক্যজনিত রোগেই ভোগেন তা নয়, বরং সারাজীবন তাঁদের বঞ্চনা আর গঞ্জনা থেকে স্বাস্থ্যহানি ঘটে। দীর্ঘদিন তাঁরা অসুস্থ থেকে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন না।

বাংলাদেশে প্রবীণ সংগঠন এখনো পরিপূর্ণ বিকাশ হয়নি। চিকিত্সাসেবা থেকে বঞ্চিত প্রবীণদের স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্তকরণ কিংবা প্রবীণদের সামাজিক নিরাপত্তাসহ অন্য সুযোগ-সুবিধা প্রদান এবং তদারকির জন্য আলাদা মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন করার সুপারিশ কার্যকর করা বা এর আলোকে কোনো পদক্ষেপ এখনো গৃহীত হয়নি। প্রবীণদের সমস্যা সমাধানের জন্য কতগুলো বিষয় খুবই দ্রুত বাস্তবায়ন করা জরুরি। যেমন: * প্রবীণদের নীতিমালা চূড়ান্ত এবং বাস্তবায়ন করা। * প্রবীণদের সিনিয়র সিটিজেন বা জ্যেষ্ঠ নাগরিক হিসেবে পরিচয়পত্র প্রদান।

* স্বাস্থ্যনীতিতে প্রবীণদের অন্তর্ভুক্ত করা। * প্রবীণদের উপযোগী আয়মূলক কাজের সুযোগ তৈরি করা। * অন্যান্য কার্যক্রমে প্রবীণদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা। প্রবীণ জনগোষ্ঠীর জন্য আমাদের ভাবতে হবে এবং তাঁদের সামাজিকভাবে সক্রিয় রাখার কর্মকৌশল খুঁজতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.