আমাদের কথা খুঁজে নিন

   

‘মুম্বাইয়ে গণ্ডগোলের মূলে বাংলাদেশিরা’

সেফ তো হলাম ....আপাতত কোন কিছু চাওয়ার নাই...। মুম্বাইয়ে গত সপ্তাহের সংঘাতের জন্য বাংলাদেশি অভিবাসীদের দায়ী করেছেন কট্টর হিন্দু নেতা রাজ ঠাকরে। মঙ্গলবার দক্ষিণ মুম্বাইয়ে জনসভায় দেওয়া বক্তব্যে উগ্র হিন্দুদের সংগঠন ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র প্রধান বাংলাদেশিদের আক্রমণ করে বক্তব্য দেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানায়। আসামে হামলার প্রতিবাদে গত ১১ অগাস্ট দক্ষিণ মুম্বাইয়ে মুসলিম সংগঠনগুলো সমাবেশ করে। বিশাল ওই সমাবেশের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে, যাতে নিহত হন দুজন।

ওই কর্মসূচির জবাব হিসেবে দক্ষিণ মুম্বাইয়ে মঙ্গলবার ৫০ হাজার মানুষের সমাবেশ করেন কট্টর হিন্দু নেতা বাল ঠাকরের ভাস্তে রাজ ঠাকরে, যাতে ওই এলাকা অচল হয়ে পড়ে। সংঘাত এড়াতে পুলিশ শুধু আজাদ ময়দানে সমাবেশের অনুমতি দিলেও রাজ ঠাকরে মেরিন ড্রাইভ থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যান। জনসভায় রাজ ঠাকরে বলেন, “সব কিছুরই একটা সীমা আছে। পুলিশের ওপর তারা হামলা চালাতে পারে না। এই ধরনের ঘটনায় আমার দল পুলিশের পাশেই দাঁড়াবে।

” ভারতের প্রধান বাণিজ্যিক নগরী মুম্বাই অবৈধ বাংলাদেশিদের হুমকির মধ্যে রয়েছে দাবি করে এই হিন্দু নেতা বলেন, “উত্তর প্রদেশ ও বিহারকে তারা নিজের স্বর্গরাজ্য বানিয়েছে, এখন তারা মুম্বাইয়ে ঢুকছে এবং গোলমাল করছে। ” লোকসভায় গত ১৭ অগাস্ট এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীণিত কাউর জানান, দেশটিতে বর্তমানে ৮৩ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে। গত তিন বছরে ফেরত পাঠানো হয়েছে ২৩ হাজার ৬২৩ জনকে। রাজ ঠাকরে অভিযোগ করেন, বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র ঘনিষ্ঠ দল বিজেপির সভাপতি নীতিন গডকারিও এই মাসের শুরুতে রাজ্যসভায় বাংলাদেশিদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন।

আসামে দাঙ্গার জন্য বাংলাদেশিদের দায়ী করে পুরো বাংলাদেশ সীমান্ত কাঁটাতারে ঘিরে দেওয়ার দাবিও সেদিন তোলেন বিজেপি নেতারা। সূত্র-http://www.bdnews24.com/bangla/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।