আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাইয়ে আরও ১ ধর্ষণকারী গ্রেফতার, সোনিয়ার নিন্দা

শনিবার মুম্বাই গণধর্ষণকারী আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। কাসিম বেঙ্গলি, সেলিম ও আসফাক নামে বাকী তিনজনের অভিযুক্তের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আজ শনিবার সকালে মদনপুরা এলাকার একটি ভিডিও পার্লার থেকে বিজয় যাদব নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। জেরায় আটক বিজয় তাঁর দোষ স্বীকার করেছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ কমিশনার সত্যপল সিং।

এদিকে মুম্বাইয়ের যশলোক হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী ফটো সাংবাদিকের শারীরিক অবস্থা স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গতকালই তাঁর একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ওই তরুণী অবস্থা ভাল হলেও এখনও সঙ্কট কাটেনি।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খবর সংগ্রহ করতে গিয়ে দক্ষিণ মুম্বাইয়ের পারলের মহালক্ষী ষ্টেশনের কাছে শক্তি মিল কম্পাউন্ডে গণর্ধষের শিকার হন ২২ বছরের এক নারী ফটো-সাংবাদিক। এই খবর জানাজানি হতেই দেশজুড়ে সোরগোল পড়ে যায়।

কংগ্রেস, বিজেপি সহ প্রতিটি দলই ঘৃণ্যতম এই ঘটনার তীব্র নিন্দা করে। নিন্দায় মুখর হয় বলিউডি শিল্পী-কলাকুশলী-সমাসেবী-খেলোয়াড়-গণমাধ্যম সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর.আর.পাতিলের পদত্যাগ দাবী করে বিজেপিও।   রাজ্যের মুখ্যমন্ত্রী পৃত্থিরাজ চৌহানও ওই তরুনীর পরিবারকে সাহায্যের পাশাপাশি তাঁর চিকিৎসার সমস্ত ভার রাজ্য সরকার গ্রহণ করবে বলে আশ্বাস দেন।

এরপর শুক্রবারই চাঁদ বাবু সাত্তার শেখ নামে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।

আজ শনিবার তাঁকে ভোইওয়ারা ম্যাজিসট্রেট আদালতে তোলা হলে আগামী ৩০ তারিখ পর্যন্ত পুলিশি রিমান্ডের নির্দেশ দেয় আদালত।

এদিকে মুম্বাই ধর্ষণের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ দিল্লিতে একটি অনুষ্ঠানে সোনিয়া ওই ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, কোনমতেই এই ঘটনা বাঞ্চনীয় নয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।