আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের পেইনফুল (বিজ্ঞাপন+অনুষ্ঠান)সমূহ আর আমার বোঝা না বোঝা

আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক শুরুতে র্নিভেজাল ও ফরমালিনমুক্ত ভালবাসার সহিত ঈদ মোবারক। ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ। আর এই ঈদ কে ঘিরে চলে নানা আয়োজন। আমাদের বাস্তবিক জীবনে তো চলে,বলছি টিভি চ্যানেল গুলোর কথা। মানে অবশ্য বুঝতেই পেরেছেন,নিশ্চইয় ঈদ কে কেন্দ্র করে চ্যানেল গুলোর নাটক+টেলিফ্লিম+ম্যাগাজিন অনুষ্ঠান........= আজাইরা বিজ্ঞাপন।

তবুও এই সারা বছর যে সব নাটক দেয় সেগুলো একটাও তেমন দেখা হয় না। তবে ঈদে নির্মল আনন্দের জন্যই কিছু নাটক দেখা। কিন্তু সেখানে বাঁধ সাধল এই বিজ্ঞাপন। যাক এই কষ্ট নিয়েই শুরু করলাম ঈদের অনুষ্ঠান দেখার অভিযান। ঈদের দিনঃ ঈদের দিন নবাবের মত সকাল ১১:৩০ মিঃ উঠে কম্পুতে না বসেই টিভির সামনে গিয়ে হাজির।

টিভি নিয়ে বসায় আমার মাঝে ভাবোদয় আমি নেট পাগলা থেকে টিভি পাগলা হইয়া গেলাম নাকি। এরপর সারাদিন টিভিতে গুঁতাগুঁতির দেখার মত কিছুই পেলাম না। শুধু মাত্র বাংলা সিনেমা ছাড়া। এভাবে দিন পার করে সন্ধ্যা। মনে হল এবার যদি দম-ফাটানো হাসির কিছু পাই।

কিন্তু কথায় আছে না,"গাছে কাঁঠাল গোঁফে তেল"। পিসিতে কোথা থেকে যেন পাওয়া একটা অনুষ্ঠান সূচী ডালো করে রেখেছিলাম। আর মনেও ছিল এটিএন বাংলায় হানিফ সংকেতের একটা নাটক হবে। নাটকের নাম-বোঝা না ঝোঝার বোঝা। যথারীতি তীর্থের কাকের মত ৮:৫০মিঃ এটিএন বাংলা দেখতে বসলাম।

এখানে দেখি সেই বিজ্ঞাপন। মাথা বিগড়াই গেল। যাক ১০মিঃ পর শুরু হল। শুরুতে নাম টাম দেখানোর পর হারামীটেলের সৌজন্যে ১মিঃ এর ব্রেক। মনে মনে কইতাছিলাম,সারাবছর জ্বালাইয়া মারে এখন একটা নাটক দেখমু ঐটাতে বাঁধ সাধছে।

যাক অবশেষে নাটকটা দেখলাম। ৩০মিঃ এর নাটক টারে টাইনা ১ ঘন্টা করছে। যাক নাটকের একটা উল্লেখযোগ্য ডায়লগ ছিল। সেটা হল, "স্কুলের ঘরের মাঠের পাশে আমগাছ তলায় কি হইয়াছে কি হইয়াছে?" গতকাল ঈদের দিনে এই একটা নাটক ছিল যেটা থেকে অনেকটা নির্মল বিনোদন পেয়েছি। তা ছাড়া হানিফ সংকেত তাঁর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের নানান সমস্যার একটি উদাঃ দিয়ে দেন।

যেটা ঐ নাটকে ছিল। এরপর মাছরাঙ্গা চ্যানেলে দেখলাম নাটক "রসগোল্লা"। এটা তো ৫ মিঃ দেখায় আর ১০ মিঃ বিজ্ঞাপন দেয়। যেই মাছরাঙা চ্যানেল বলে স্বল্প বিরতি কিন্তু ঈদের দিন যে বির‌তি দিয়েছে সেটা দেখেই নাটক দেখার সাধ মিটে গেছে। অবশেষে বিষাদময় মন নিয়ে আর পিসিতে না বসে দিলাম ঘুম।

ঈদের ২য় দিনঃ এক ফ্রেন্ড ফোন দিয়ে বিরক্ত করে ফেলছে ওর বাসায় যেতে। কিন্ত যাব কিভাবে বৃষ্টি আমায় যেতে দেয় না। আবার ফিরে আসলাম সেই টিভি অনুষ্ঠানে। কতক্ষণ বসে মাছরাঙ্গায় খোঁজ দ্যা সার্চ দেখলাম(নাম পড়েই ৫মিঃ হাসছি)। আর নিজে নিজে প্রলাপ বকলাম পাগল হইতে তো আর বাকি থাকলাম না।

এরপর ইটিভিতে ঈদের আগে একটা নাটকের বিজ্ঞাপন দেখেছিলাম। নাটকের নাম "কুত্তাচোর"। জ্বী হ্যাঁ প্রথমে আমিও অবাক হয়েছিলাম পরে আমার ঐ ডালো করা অনুষ্ঠানসূচী দেখে নিশ্চিত হয়েছি,সেই সাথে ভেবে ছিলাম যে দম ফাটানো হাসির নাটক হবে। যাক আজ ৭:৩০মিঃ দেখতে বসলাম নাটক "কুত্তাচোর"। কিন্তু গানে আছে না,"আশায় আশায় দিন তো গেল আশা পূরণ হল না" এ অবস্থা আমার হয়েছি আর কি!!!এটিএম শামসুজ্জামানের গল্পে রচিত যখন হাসি তো থাকবেই।

সেই সাথে এই নাটকে ওনার চরিত্র কুত্তাচোর হিসেবে। যা হোক আশা নিরাশা হল। এসে বসলাম পিসিতে। কিছুক্ষণ পর বিটিভিতে ইত্যাদির অনুষ্ঠানের মিউজিক শুনলাম। দিলাম দৌড়।

বিটিভির এই একটা মাত্র অনুষ্ঠান যা সারা দেশবাসীকে আজও নিমর্ল বিনোদন দিয়ে যাচ্ছে। কাশেম টিভির অযুহাত নিয়ে ইন্টারভিউ,নানী-নাতি,মামা-ভাঙ্গে,বিদেশী পর্ব দিয়ে অনেক ভাল করেছে। এই হল আমার পেইন ফুল অনুষ্ঠানসমূহের ইতিহাস। লেখা পড়ে হয়ত ভাবছেন এখানে পেইনের কি???পেইন ছিল এটাই যে নাটক গুলো আশা করে দেখতে বসেছিলাম সে গুলো দেখে নিরাশ হয়েছে আর আজাইরা বিজ্ঞাপন তো আছেই। ঈদ মানে তো খুশি তাই না,আর এই ঈদে যদি ছ্যাঁকা খাওয়া,কান্নাকাটির নাটক দেখতে বলেন কয়জনেরই বা ভাল লাগে।

আর এই আজাইরা বিজ্ঞাপন গুলোত ঈদের অনুষ্ঠান দেখার মজাই শেষ করে দেয়। আর বর্তমানে টিভি নাটক গুলোর অবস্থা আমাদের দেশের সিনেমার মত হয়ে যাচ্ছে। কেমন যেন একঘেঁয়েমিটাইপ। আমরা আম জনতা। সারা বছর বিভিন্ন জ্বালা যন্ত্রণায় আমরা নিষ্পেষিত,শোষিত।

আর এই শোষণ,বন্ঞ্চনার মাঝে যখন একটু নির্মল বিনোদন খুঁজি তখন বাঁধ সাথে এই বিজ্ঞাপন। আমরা আম জনতারা কি ঈদের সময়ও বিনোদন থেকে তাহলে বন্ঞ্চিত। যাক ব্লগ পড়ে কিছু মনে করিয়েন না। কারণ আমার ব্লগ পড়ে সময় নষ্ট করার জন্য খারাপ লাগলে আমি ক্ষমাপ্রার্থী। ভাল থাকবেন।

ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.