আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র কোরআনের পবিত্রতা

একজন নিরীহ প্রজাতির মানুষ এবার পবিত্র মক্কায় গিয়ে একটা ব্যাপার খুব চোখে পড়ল আমার। অনেককেই দেখলাম আই প্যাডে পবিত্র কোরআন তেলোআত করছেন। অর্থাৎ আসল কোরআন শরিফ রেখে ডিজিটাল পদ্ধতিতে কোরআন তেলোআত করছেন। এতে করে সওয়াবের ক্ষেত্রে কম বেশী হবে কিনা জানিনা। তবে একটি বিষয় আমার ভাবনায় এসেছে। যেই i pad এর মাধ্যমে পবিত্র কোরআন তেলোআত হচ্ছে, সেই i pad এর ভিতরতো বিভিন্ন ছবি, মিউজিক, গানবাজনা ও মুভি সহ অনেক কিছুই থাকতে পারে। তাহলে কোরআন শরিফের পবিত্রতাটা রইল কোথায় ? তাছাড়া কোরআন শরিফতো ওযু ছাড়া স্পর্শ করাও গোনাহ। আর এই যন্ত্রটিতো ওযু বিনাওযু সবসময় কাছে থাকে। তাহলে কম্পিউটার, মোবাইল, ট্যাব, প্যাড ইত্যাদিতে পবিত্র কোরআন শরিফ বহন করা ও তেলোআত করা কতটা যুক্তিযুক্ত ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.