আমাদের কথা খুঁজে নিন

   

পাশ্চাত্যের এক অন্ধ মেয়ের অন্যরকম ভালোবাসার কাহিনী।

বিজ্ঞানের ক্লাসকে ধর্মের ক্লাস বানাবেন না। বিজ্ঞানের ক্লাসে কোন নিউটনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর।

প্রতি লাইনে লাইনে প্রমাণ চ سم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ নাযিল হোক তাঁর নবীর উপর বারবার। একটি মেয়ে, সে অন্ধ। অন্ধ বলে সে নিজেকেও ঘৃণা করত। এমনকি, সে আসলে সবাইকেই ঘৃণা করত; তবে একজন মানুষ ছিলো তার ঘৃণা থেকে মুক্ত, বরং তার ভালোবাসায় সিক্ত।

সেই মানুষটি ছিলো একজন যুবক, ছিলো সে মেয়েটির বন্ধু, সব সময়ের সাথী এবং তার সেবা যত্নকারী। মেয়েটি একবার বলেছিলো, "আমি যদি শুধু দেখতে পারতাম তাহলে তোমাকে বিয়ে করে, তোমাকে ভালোবেসে, তোমার বুকে মাথা রেখে বাকি জীবনটা পার করে দিতাম " একদিন, কোন এক নিঃস্বার্থ দরদী লোক মেয়েটিকে দুইটি চক্ষু দান করলো। ফলে, দূর হয়ে গেলো মেয়েটির অন্ধত্ব। সে দুচোখ দিয়ে সব কিছু দেখতে পেলো, এবং সেই সাথে সে তার একমাত্র ভালোবাসার পাত্র সেই যুবকটিকেও দেখতে পেলো। তার সেই বন্ধু তখন তাকে চমকে দিয়ে একটি নির্মম কঠিন প্রশ্ন করলো।

সে মেয়েটিকে প্রশ্ন করলো, " এখন তো তুমি সব দেখতে পাচ্ছো; এখন কি তুমি আমাকে বিয়ে করবে?" চমকে তাকালো মেয়েটি তার অক্লান্ত সেবাকারী সেই যুবকটির দিকে। কিন্তু সে ভীষণভাবে শকড এবং হতাশ হলো যখন সে দেখলো যে, তার সেই বন্ধুটি কালো, শুধু তাই নয়, সে অন্ধ। একজন অন্ধের সাথে সে কিভাবে জীবন পার করবে ইত্যাদি চিন্তা করে মেয়েটি তখন ছেলেটির প্রশ্নের জবাবে একটি নির্মম "না" ছুড়ে দিতে বাধ্য হলো। ছেলেটির অন্ধ চোখ দুটি থেকে তখন টপ টপ করে গড়িয়ে পড়লো বেদনার অশ্রু। ভীষণ কষ্ট বুকে চাপা দিয়ে সে কাঁদতে কাঁদতে চলে গেলো।

ছেলেটি কিছুদিন পরে মেয়েটিকে একটি চিঠি লেখলো। যাতে একটি লাইন ছিলো এই যে, " প্রিয়তমা! আমার চোখ দুটির যত্ন নিয়ো" পাঠক আসলে কি গল্পের মেয়েটিকে বেশী দোষ দেয়া যায়? গল্পে দুজনের কে কি ভুল করেছে? কিছু অতীব জরুরী পোষ্টঃ ইসলামের নবী (সল্লাল্লহু আলাইহিওয়আ সাল্লাম) এর বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত প্রায় সকল প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব । হুমায়ূন আহমেদের ২য় বিবাহ - পর্ব ৩ আর বিজ্ঞান দিয়ে যারা ইসলামকে মোকাবেলা করতে চায় তাদের জবাব দিতে নীচের পোষ্টগুলো পড়ুন। যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন।

দু'টি চুরির মামলা এবং সেই আলোকে বিবর্তনবাদ, পৃথিবীর স্থিরতা, আস্তিকতা- নাস্তিকতা এবং নাসার চাঁদে যাওয়ার প্রমাণ। কোরআন শিক্ষার জন্য কিছু চমৎকার ভিডিও টিওটরিয়াল পাবেন এই লিংকে ক্লিক করে। এখানে ক্লিক করুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.