আমাদের কথা খুঁজে নিন

   

পাশ্চাত্যের গুরু আমেরিকা......তোমার এ কী অবস্থা!!!



তথাকথিত আধুনিকতা, সভ্যতা আর নারী স্বাধীনতার কথা বলা পাশ্চাত্যের যে দেশগুলোকে আমরা সোনার হরিণ মনে করে করছি; নিজেদের আত্মপরিচয় ভুলে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে যাদের মুখপেক্ষী হচ্ছি সে দেশ গুলোর প্রকৃত সামাজিক অবস্থা আমরা কতটুকু জানি বা জানার চেষ্টা করি? যে পাশ্চাত্য সভ্যতাকে আধুনিকতার ধারক এবং বাহক বলে মনে করা হয় একটু গভীর ভাবে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে সামাজিক বিশৃঙ্খলা, মূল্যবোধের অভাব, উদ্দেশ্যহীন বেপরোয়া লাইফ স্টাইল আর আবেগ বিহীন যান্ত্রিক জীবন যাপনের জন্য সে সভ্যতাই আজ ধ্বংসের সম্মুখীন। পাশ্চাত্যের গুরু, তথাকথিত ‘সুপার পাওয়ার’ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী আমেরিকার অবস্থাই দেখা যাক - এফবিআই প্রদত্ত উপাত্ত অনুযায়ী ২০০৯ সালে আমেরিকাতে Violent Crime অর্থাৎ সংঘটিত হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং গুলিবর্ষণের মোট সংখ্যা হল- ১,৩১৮,৩৯৮ টি এর মধ্যে, হত্যা সংঘটিত হয়েছে মোট ১৫,২৪১ টি ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮৮,০৯৭ টি ডাকাতির ঘটনা ঘটেছে মোট ৪০৮,২১৭ টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮০৬,৮৪৩ টি অর্থাৎ প্রতি ২৩.৯ সেকেন্ডে ১ টি করে অপরাধ, প্রতি ৩৪.৫ মিনিটে ১ টি করে হত্যা, প্রতি ৬ মিনিটে ১ টি করে ধর্ষণ, প্রতি ১.৩ মিনিটে ১ টি করে ডাকাতি এবং প্রতি ৩৯.১ সেকেন্ডে ১ টি করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এফবিআই প্রদত্ত আরেক উপাত্ত অনুযায়ী ২০০৯ সালে আমেরিকাতে Property Crime অর্থাৎ সংঘটিত চুরি, জবরদখল ও মোটর যান চুরির মোট সংখ্যা হল- ৯,৩২০,৯৭১ টি এর মধ্যে, চুরি সংঘটিত হয়েছে মোট ২,১৯৯,১২৫ টি জবরদখলের ঘটনা ঘটেছে মোট ৬,৩২৭,২৩০ টি মোটর যান চুরি হয়েছে মোট ৭৯৪,৬১৬ টি অর্থাৎ প্রতি ৩.৪ সেকেন্ডে ১ টি করে অপরাধ, প্রতি ১৪.৩ সেকেন্ডে ১ টি করে চুরি, প্রতি ৫ সেকেন্ডে ১ টি করে জবরদখল এবং প্রতি ৩৯.৭ সেকেন্ডে ১ টি করে মোটর যান চুরির ঘটনা ঘটেছে। সূত্রঃ Click This Link এছাড়াও আমেরিকা হল সেই দেশ যে দেশে – ০ মোট জনসংখ্যার ৪৩ শতাংশ তাদের পিতৃ পরিচয় জানে না। ০ ১৩.৩ বিলিয়ন অধিবাসী বেকার যা মোট জনসংখ্যার প্রায় ৮.৮ শতাংশ।

০ প্রায় ২০ মিলিয়ন অধিবাসী মাদকাসক্ত। প্রতি বছর প্রায় ২০০০০ মাদকাসক্ত মৃত্যুবরণ করে। ০ প্রতি বছর পর্ণ ইন্ডাস্ট্রি থেকে প্রায় ১৩.৩ বিলিয়ন ডলার আয় করে। ০ প্রতি বছর প্রায় ৩৫০০০ মানুষ আত্মহত্যা করে। এরপরও যখন তারা সভ্যতার কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, মানবতার দোহাই দিয়ে তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন মনে পড়ে Jimmy Swaggart এর কথা।

তিনি বলেছিলেন- ‘আমেরিকা, বিধাতা অবশ্যই তোমার বিচার করবেন; আর তিনি যদি তোমার বিচার না করেন, তাহলে নৈতিক অপরাধ ও লালসা চরিতার্থ করার অপরাধে সাডোম ও ঘোমরার জনপদের (আদ, সামুদ আর লুত সম্প্রদায়) অধিবাসীদের কেন ধ্বংস করে দেয়া হয়েছিল; সে জন্য স্বয়ং বিধাতাকেই একদিন ক্ষমা চাইতে হবে। ’ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.