আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন আবদুল হামিদ

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ মনোনয়ন দেওয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সাংসদ আবদুল মতিন খসরু, আ ফ ম ফিরোজ, ফজলে রাব্বী ও সাগুফতা ইয়াসমিন বৈঠক থেকে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে রওনা হন। আওয়ামী লীগের প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনে যাওয়ার সময় সংসদ ভবনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ এই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই হবে ২২ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত। এরপর ২৯ এপ্রিল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদেরা ভোট দেবেন। একাধিক প্রার্থী না থাকলে ২৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন একমাত্র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়। স্পিকার আবদুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে । (প্রথম - আলো ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.