আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতি _দুই

রাকিবুল হক ইবন

রাষ্ট্রপতি _দুই কে এই রাষ্ট্রের পতি ! হাজার বছরের শিশুদের হত্যা মুহূর্তের চিৎকার আমার কানের কাছে কে আগুন? কে জল? কে সূর্যাস্ত মধ্যে? কে ক্ষুধারই জন্যে? হরিণের মূত্রস্থান ধুয়ে চলে যায় সমুদ্রের নোনাজল ! আর যে উড়নচন্ডী মরুদ্যানের শেষ নেই কোনও সেই মরু কে? (ডিসকভারিতে এক বনের পাখি গেল উড়ে...) রক্ত দিয়ে মুছে যেতে হবে সমগ্র অধ্যাদেশ ও দলিল নীলিমামুখি মানুষের দূরবীনে দেখা এরকম আকাশের মত এই ইতিহাস, আজ মনুষশাবকের জন্যে ! কে এই রাষ্ট্রের পতি ! বিজ্রের তলায় এসে মৃত ছাগশিশু ভাসছে এক তার ঘ্রাণ যেয়ে পৌঁছলো রাস্তা পাশে দাড়ানো শিকারি মেয়েটির গালে, যেমন ওহী বহন করা উট প্রবেশ করে সূচের ছিদ্র মধ্যে মুখের সামনে দিয়ে গণনাতীত ঘোষনা উড়ে যায় তবু চোখের ইট কে ভাঙতে পারে? ..........আমার নিজের লেখা_উপমানব_ নামক ..........গ্রন্থ হতে নেওয়া একটি লেখা..............


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.