আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটা কবির পতন

আমি একাকী মানসিকতার এক সাধারন মানুষ। আর ভাল্লাগেনা! কোথাকার লাইনচ্যুত ট্রেন স্টপেজে থামছেনা। রিক্ত সবই,ঘুণে ধরা সবই, যন্ত্রনা নিত্ব-যদিও বা নিরিবিলি; পিশাচের তৈলচিত্র, তেপান্তরের দাবানলের ভস্ম। কবে ক্রান্তিকাল লুটবে অর্থহীন- টইটম্বুর নিঃশ্বাসকে? কিন্তু শিয়রের ঘড়ি অবিরাম কালের ঘরে বাঁক নিবে-জানি। রবীঠাকুর,শেলি,নজরুল হবে ধন্য;ইর্ষায় কাঁপবে সে অর্থহীন কবি……  প্রাচুর্য থাকবে অথবা ধংস হবে, চাতুরতা থাকুক অথবা না থাকুক, নিয়তি যে হারিয়ে গেছে! এক ফাল্গুন থেকে অন্য ফাল্গুন অনবরত…রজনী থেকে রজনী। প্রাতঃকাল আর আসবেনা জানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।