আমাদের কথা খুঁজে নিন

   

নিলাদ্রি ঘোষ {পর্ব৩-৪-৫(৮)} ভৌতিক গল্প

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) পর্ব ১-২ এর লিঙ্ক Click This Link তিন . জুবায়ের কিছুটা বিব্রত বোধ করল । বলল – কিছু মনে করবেন না । কি বলতে কি বলে ফেলেছি । আমার এমন হয় মাঝে মাঝেই । আজকাল একটু বেশিই হচ্ছে ।

হেসে উঠলেন নিলাদ্রি – কিছু মনে করি নি । -আপনার গল্প শোনা যাক এবার । -অবশ্যই । জুবায়ের লাইট ডিম করে দিয়ে এল । একটু শীত শীত লাগছে না এখন ? একটা বাড়তি কোট চড়াল সে ।

আরাম করে বসল । নিলাদ্রি ঘোষ যে রোগে ভুগছেন তার নাম Dissociative identity disorder . মানে হল একজন মানুষ যখন তার ভিতরে দুটি সত্ত্বা তৈরি করে এবং তার স্বভাব ও কার্যক্রম ঐ দুটি সত্ত্বা দ্বারা দুটি বিপরীত ধারায় পরিচালিত হয় । এরা নিজেরাও সন্দীহান থাকে যে কোন স্বত্বাটি তার বাস্তব জগত আর কোনটা পরাবাস্তব । যাই হোক , আগে তার শুনতে হবে পুরো ঘটনাটি কি ! নিলাদ্রি নাকি স্বপ্ন দেখেন , কিন্তু সে স্বপ্ন তার কাছে যেন পুরো বাস্তব মনে হয় ! সে স্বপ্নের গল্পই শুনছে গত দুই রাত ধরে জুবায়ের । ‘’ নিলাদ্রির বিয়ে হয় কোন এক জমিদারি ধরনের বাড়িতে ।

বিশাল ইট কাঠের চুনকাম করা দালান – বাগান – জমি । জমিদারি ধরনের এই কারনেই যে , জমিদারের জমিদারি চল উঠে গেছে তখন । কিন্তু স্বভাব তো যায় নি ! এমন ঘরে বিয়ে হয়েছে তার , কোন শ্বশুর শাশুড়ি নেই , নেই কোন ননদ – দেবর । যার সাথে তার বিয়ে হয় , সেই তার বংশের শেষ প্রদীপ । তবুও আশায় ঘর বাধে তারা ।

বিমল ঘোষ তার স্বামীর নাম । লোকটা পাগলের মত ভালবাসে তাঁকে । সবকিছুই ঠিকঠাক মত চলছিল । হঠাৎই অসুখে পরলেন নিলাদ্রি ঘোষ । ---------------------------------------------------------------- সুরাইয়া পায়চারি করছেন ।

জুবায়ের আর তার বিয়ে হয়েছে বছর তিনেক হয় । ছেলেপুলে হয় নি এখনও । নেয় নি আর কি । সুরাইয়া রূপবতী নারী । সম্ভ্রান্ত ঘরের মেয়ে ।

শিক্ষিতা । দুই পরিবারের আয়োজনে তাদের বিয়ে হয় । জুবায়ের পাত্র হিসেবে ভালো , আয় – রোজগারও ভালো । বুদ্ধিমান মানুষ । কিন্তু গত তিন রাত ধরে সে যেন কেমন হয়ে গেছে ।

এই যে গতকাল রাতে , স্যুট টাই ফেলে কোথা থেকে এক পাঞ্জাবি গায়ে দিয়ে ফিরেছে । জমিদারি ধরনের পাঞ্জাবি । অনেক কারুকাজ করা । এগুলোতো তার একদমই না পছন্দ ছিল ! অদ্ভুত ! রাতে ঠিক মোট ফোন ও দিচ্ছে না । ফোনের ডায়াল ঘুরালেন সুরাইয়া ।

ব্যাস্ত দেখাচ্ছে লাইন । কপাল কুঁচকে ওঠল তার । জুবায়েরের পি এস এর সাথে কথা বলতে হবে । সিদ্ধান্ত নিয়ে ফেললেন । চার . তৃতীয় রাতের মত গল্প বলছেন নিলাদ্রি ঘোষ ।

জুবায়ের শুনছে – ‘’ এমন অসুখ হল তার , কোন ডাক্তার – বদ্দি – ওষুধ – পত্রে কাজ হল না । কাজ হল না ওঝা ফকির কিংবা হুজুরেও । একরাতে বিমল ঘোষ স্বপ্নে দেখল । কে যেন তাঁকে তার প্রিয়তমা স্ত্রীর অসুখের দাওয়াই দিচ্ছে । সে যেন কচি কচি সবুজ ধানের মাঝ দিয়ে হেটে যাচ্ছে ।

ধানের সিষ ছুঁয়ে যাচ্ছে তার হাঁটুর কাছে । আঁচড়ে পাঁচরে যাচ্ছে পা । জ্বলছে । পানি কাদায় তার একাকার অবস্থা । হাঁটছে আর হাঁটছে ।

অনেক বিল-গ্রাম-জঙ্গল পার হয়ে সে যেন পৌছাল কোন এক নদীর ধারে । খাড়া পাড় খরস্রোতে ভাঙছে । তলিয়ে যাচ্ছে নদীর ঘোলা স্রোতে । চারিদিকে এক ধরনের অপার্থিব আলো আধারি । দূর আকাশে যেন শনির মেঘ করেছে ।

সে মেঘ দেখলে বুকে একধরনের শিরশিরে অনুভূতি হয় । অশুভ অনুভূতি । প্রকৃতির এই বিশাল ধ্বংসজজ্ঞের কাছে নিজেকে বড় অসহায় মনে হয় । প্রমত্তা নদীতে ঘোলা জলের প্রচণ্ড স্রোত । স্রোতের সে শক্তি যেন সে পায়ের নিচে অনুভব করছে ।

কাঁপছে মাটি । তার পাড়েই এক বিশাল কড়াই বৃক্ষ । অনেকখানি হাত পা মেলে দাড়িয়ে আছে । কোন এক আশ্চর্য কারনে সেটা বিলীন হয়নি নদীতে । আশপাশ ভাঙছে ।

সরু একটা পথ ধরে সে গাছের কাছে গেল সে । কেউ যেন তাঁকে উপর থেকে ডাকছে । গাছের শ্যাওলা ধরা গা বেয়ে উঠতে লাগল বিমল । একেবারে মগডালে নাম না জানা এক পাখির বাসা । দুটো খুদে খুদে পাখির ছানা তাতে ।

কেউ যেন ডাকল তাঁকে । গাছের মগডালের আর এক শাঁখে বসে আছে । ময়লা সাদা কাপড় জড়িয়ে । চেহারা দেখা যায় না । বিমলকে যেন বলছে , এই দুটো ছানার কলিজাই তোর বৌয়ের দাওয়াই ।

কাঁচা খাওয়াবি । তারপর লাফিয়ে পড়ল ঘোলা স্রোতের ঘূর্ণিতে সে মূর্তি । -তারপর ? জুবায়ের টের পেল তার গা শিরশির করছে । চোখ বন্ধ করে আছেন নিলাদ্রি ঘোষ । ‘’পরদিন বিমল বেরিয়ে গেল ।

সারাদিনভর হেটে সে ঠিকই খুঁজে বের করল সে জায়গা । সেই আদিম বৃক্ষ । অবিকল তার স্বপ্নের মত । একজোড়া নাম না জানা পাখির ছানা নিয়ে বাড়ি ফিরল সে । নিজ হাতে ছানাদুটির বুক চিরে বের করে আনল ওদের কলিজা ।

মুখে তুলে দিল আমার । বলল – খেলেই নাকি ভালো হয়ে যাব আমি । ইষটে গন্ধওয়ালা । নোনা স্বাদ । আমার বমি এসে যাচ্ছিল ।

গিলে ফেললাম । অনেকটাই ভালো হয়ে উঠলাম আমি । পানাহার করলাম , হাসলাম , গল্প করলাম । সে রাতে অনেকদিন পরে মিলিত হলাম আমরা । ----------------------------------------------------------------- মাঝরাত ।

দরজা খুলে দিলেন সুরাইয়া । জুবায়ের ফিরেছে । ভেজা কাকের মত । ঘোলা চোখ । মুখ থেকে গন্ধ আসছে ।

ছাইপাশ ধরেছে নাকি আজকাল ? কোন কথা না বলে বিছানায় চলে গেল সে । সারা মেঝেতে ছোপ ছোপ কাদা পায়ের ছাপ । তার হাঁটু পর্যন্ত কাদা পানিতে মাখামাখি । বাইরে তাকাল সুরাইয়া । বৃষ্টি হচ্ছে ।

পাঁচ . দিন পাঁচেক পরে , এক বন্ধের দিনে সুরাইয়া দেখা করল জুবায়েরের পি এস এর সাথে । তার কাছে যা শুনল তাতে রাগে সুরাইয়ার নিজের চুল ছিড়তে ইচ্ছা হল । কয়েকরাত ধরে নাকি কোন এক বিশেষ রোগী দেখছে জুবায়ের । দেবশ্রী ধরনের চেহারার মহিলা । ও ! এই জন্যই এখন আর রাতে অফিস শেষ করে বাসায় ফেরার আগে ফোন দেয় না জুবায়ের ! লম্পট কোথাকার ।

কয়েকদিন ধরে আরও উদ্ভট কাণ্ডকারখানাও করছে জুবায়ের । এই সেদিন স্টাডি রুমের দরজায় তালা ঝুলিয়ে দিল । আবার কোথা থেকে ফ্রিজ কিনে এনে সে ঘরে ঢুকিয়েছে । ছাইপাশ কি ফ্রিজে রেখে খায় নাকি ? মাতাল কোথাকার । কৈফিয়ত চেয়েছিল সুরাইয়া ।

জুবায়ের যেন তাঁকে শুনতেই পায় না । উত্তর দেয় না । এমনকি ঝগড়া পর্যন্ত করে না ! সুরাইয়া যখন বেশি উত্তেজিত হয়ে যায় , জুবায়ের চলে যায় স্টাডি রুমে । দরজা লাগিয়ে দেয় । রাগে ঘরের জিনিসপত্র ভাঙে সুরাইয়া ।

এসব কিছুই বলল না সে পি এস কে । তার হ্যান্ডবুক থেকে নিলাদ্রি ঘোষের ঠিকানা নিল । একটু অবাকই হল । ঢাকার বাইরের ঠিকানা । টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়ি ! বজ্জাত মহিলা ! টাঙ্গাইলে মাথা খাওয়ার মানুষ পাও নি ? প্রতিদিন এতদূর এসে কারো মাথা খাওয়া লাগে ? সিদ্ধান্ত নিল , ঐ ঠিকানায় যাবে সে ।

মহিলা আর তার পরিবারকে এক হাত দেখে নিবে । । বাসায় ঢুকে যা দেখল তাতে সুরাইয়ার মাথায় রক্ত উঠে গেল । জুবায়েরের স্টাডি রুম থেকে বেরিয়ে আসছে কাজের মেয়েটা । এলোমেলো অবস্থা ।

বছর কুড়ি হবে বয়স । সুরাইয়ার দিকে তাকিয়ে একটা জঘন্য হাসি দিল । দৌড়ে দরজার উপরে আছড়ে পড়ল । ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে জুবায়ের । হারামজাদা ! চরিত্রহীন ! কিল-ঘুষি মারল দরজায় ।

লাথি মারল । দরজা খুলল না জুবায়েরম ভিতর থেকে । কোন জবাবও দিল না । অবশেষে কেদে ফেললেন সুরাইয়া । বাবা মায়ের সাথে কথা বলেব সে ।

তার পক্ষে এভাবে আর থাকা সম্ভব নয় । ডিভোর্স চাইবে সে । কখন যেন ঘুমিয়ে পরেছিল জানে না । যখন জেগে উঠলো , তখন সন্ধ্যা হয়ে গেছে । স্টাডি রুমের দরজায় বিশাল এক তালা ঝুলছে ।

অনেক শক্তিশালী দরজা । তার পক্ষে এটা ভাঙা সম্ভব না । কালই এর একটা দফারফা করতে হবে । বাড়ি ছাড়বে । আর ঐ হারামজাদী কাজের মেয়েটিকে ঝেটিয়ে বিদেয় করতে হবে তার আগে ।

তবে সবার আগে কাল টাঙ্গাইল যাবে সে । ড্রাইভারকে বলে রাখল । জমিদার বেটির চৌদ্দগুষ্টি উদ্ধার করবে সে । (............................চলবে )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।