আমাদের কথা খুঁজে নিন

   

নিলাদ্রি , কবিতা নিও না কেড়ে !

পরিবর্তনের জন্য লেখালেখি

অনেকটা পথ হেঁটে এসে হয়নি তোমার পাশে হাটা আট কুঠুরী নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা তোমার দেওয়া অন্ধকরা ভালোবাসায় পরান পোড়া পাবো না তাও স্বপ্ন দেখে অলীক আমার পাগলা ঘোড়া নদীর ঢেউয়ে মরন নাচে আমি তো গাই জীবন রাগে সুর গুলো সব অতীতচারী কি হলো , কি হয়নি আগে আমার হয়ে কেউ বোঝে না বুকের বারুদ চোখের জলে ভিজলো যখন ;রোদ হয়ে কেউ নেয় না তুলে , নেয় না কোলে তোমার কিনা! আমার বিনা মূল্যে বিকোয় অবুঝ প্রণয় ঝড়ের আসায় আশ হতাশায় অপেক্ষাতে কখন কি হয়! জীবন পাঠে ভারবাহী মন যখন তখন পথ ভুলে যায় আটকে তাকে পথের বাঁকে রাখলে তবু তোমাকে চায় আমার হয়ে আমার কথা ভাবলে ভাবি , তুমি কি সেই? আমার কায়া মায়ার মায়া চক্ষে আছো , ছুঁইলে তো নেই ! এমন অনেক খরচ বাড়ে দেহের বাগান কারবালাতে ফি ভোরে ঠিক কু ঝিক ঝিক আবার দাঁড়াই পাঠশালাতে পান্থ তোমার বিপুল বোধে আমায় না হয় শেখাও কিছু নিঃস্ব এ প্রান বিশ্ব ভুলে ছুটছে কেন তোমার পিছু ? পাতায় আখর হাত ঘুরিয়ে যাই বারে বার শিখবো ভেবে হয় না জানা তোমার হৃদয় আমার হৃদয় আর কি নেবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।