আমাদের কথা খুঁজে নিন

   

নিপীড়নের প্রতিবাদে ঈদের আনন্দ বর্জনের উপায় কি হতে পারে

নিপীড়নের প্রতিবাদে ঈদের আনন্দ বর্জনের উপায় কি হতে পারে প্রাপক (১)শামিম খান ওরফে লাল মিয়া সাংবাদিক (আসলে সাংবাদিক না,তিনি একজন সাংঘাতিক) পিতাঃ মোঃ জহির খান গ্রামঃ কামারপাড়া(ঘড়িদারপাড়া) উপজেলাঃধামরাই জেলাঃ ঢাকা হাবিবুল্লাহ মিজান গণমাধ্যম কর্মী,ঢাকা পক্ষে (১)নিমাই চন্দ্র রাজবংশী (২)শচিন চন্দ্র রাজবংশী (৩)সানা রানী রাজবংশী (৪)রংমালা রানী রাজবংশী (৫)ফুলমালা রানী রাজবংশী (৬)শিল্পী রানী রাজবংশী (৭)লিপি রানী রাজবংশী (৮)স্বপন চন্দ্র রাজবংশী সর্ব সাং- কাওয়ালীপাড়া, উপজেলাঃ ধামরাই জেলাঃ ঢাকা আপনি কি আসলেই মুসলমান? যদি নিজেকে মুসলমান বলেই দাবি করেন তাহলে আপনি নিশ্চয় একটি অসহায় হিন্দু জেলে পরিবারকে দিনের পর দিন এভাবে পালিয়ে থাকতে বাধ্য করতে পারেন না। আপনি যদি নিজেকে সাংবাদিক বলেই দাবি করেন তাহলে আপনি নিজের স্বার্থে আদালতকে ভুল বুঝিয়ে এবং পুলিশকে দিয়ে এই জেলে পরিবারের পিতা-মাতা,ভাই-বোনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করাতে পারতেন না। টেনে-হেঁচড়ে থানার হাজতে এবং কোর্টের গারদখানায় এভাবে ঢুকাতেও পারতেন না গর্ভে নয় মাসের সন্তান থাকা আমার হিন্দু বোনকে। আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। আর তাই আসুন,আগামী কালের মুসলমানদের পবিত্র ঈদের আনন্দ আমরা সব ধর্মের বন্ধুরা মিলেমিশে উপভোগ করি।

কিন্তু সাংবাদিক নামদারী এই লাল মিয়ার সন্ত্রাসী লাল বাহিনীর নিপীড়ন থেকে কমপক্ষে এই হিন্দু জেলে পরিবারকে রক্ষা করি- এটাই হোক একজন সত্যিকারের মুসলমান সাংবাদিকের ঈদ উপহার। এর চেয়ে ভালো কোন উপহার আছে বলে আমার জানা নেই। নিপীড়নের প্রতিবাদে ঈদের আনন্দ বর্জনের উপায় কি হতে পারে,সেটা নিয়েই ভাবছি । তবে আমরা কাউকে বাক্তিগতভাবে বিব্রত করতে চাই না। আমাকে যারা কিছুটা চেনেন,তাঁরা ভালো করেই জানেন যে,আমি কোন কিছু শেষ দেখা না পর্যন্ত কাপুরুষের মতো পালিয়ে যাই না।

এটা আমার স্বভাবেই নেই। বাকিটা আল্লাহ্‌ ভরসা। তবে আমি এটাও জানি আমাদের জন্য সারা পৃথিবীর সব মানুষের ঈদ বা পূজার আনন্দ তো আর থেমে থাকবে না! আর তাই আমার সব প্রিয় বন্ধুদের জন্য আমার এক খুব কাছের ছোট ভাই,কবি,গীতিকার এবং সুরকার শিশিরের কাছ থেকে উপহার হিসাবে পাওয়া আমার স্বপ্নের সেই নদীগুলোকে বাঁচাতে লেখা নদীটির নাম গাজীখালী শীর্ষক গানের প্রথম ডেমো ভার্সন সবার উদ্দেশ্য উৎসর্গ করছি। আশীর্বাদ চাইছি যেন আস্তে আস্তে একদিন নিজের জীবনটা বিলিয়ে দিতে পারি। পরিশেষে সবার কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ ভিক্ষা করছি মেধাবি শিল্পী শিশিরের জন্য এবং শিশিরের খুব কাছের বড় ভাই,আরেক মেধাবী সংগীত পরিচালক রোকন ইমনের জন্যও।

লাল সালাম। আমি লড়ছি,লড়াই করে যাবো,ইনশাল্লাহ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।