আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম যখন নিপীড়নের হাতিয়ার হয় ???

আমি বিশ্বাস করি একজন খাঁটি ইমানদার মুসলিম আস্তিক হয়েও রাজাকারদের মানবতাবিরধিদের ফাঁসি চাওয়া যায়। কোন নবী রাসুল,পয়গম্বর না এমনকি তরবারি হাতে ঘোড়ায় চড়ে আসা কোন বিজেতার হাতেও না, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর মধ্যাঞ্চল থেকে আগত বিভিন্ন সুফি সাধক এবং আওলিয়াদের দ্বারা । ইসলামের মহিমান্বিত রুপ, চিরন্তন ভাত্রিত্ত এবং সার্বজনীন মানবতাবোধ দেখে দলে দলে বর্ণ প্রথায় নিষ্পেষিত নিম্ন এবং মধ্য বর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হয়েছিল সেই ত্রয়োদশ সতক থেকে। ধর্মান্তরিত এই লোকগুলো ইসলামের মহিমাকে বুকে ধরে লালন করলেও ভুলে যায় নি পাঁচ হাজার বছরের দেশীয় ইতিহাস, ঐতিহ্য । তারা দেশিও সংস্কৃতিকে ইসলামের সাথে মিশিয়ে গড়ে তুলেছিল এক অভিনব মূল্যবোধ যার ফলশ্রুতিতে আমরা হতে পেরেছি একটি অসাম্প্রদায়িক বঙ্গভুমির গর্বিত উত্তরাধিকার ।

এদেশে ইরানি, তুরানি আফগানি শাসন চললেও একটিবারের জন্যও দেখিনি সাম্প্রদায়িক সহিংসতার নজির কিন্তু যখনি আসলো ফিরিঙ্গি বা সাদা চামড়ার শাসক তখনি শুরু হোল সাম্প্রদায়িক বিষবাষ্প যার পেছনে কোনভাবেই ধর্মীয় কারন ছিল না ছিল সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ । আমরা ১৯৭১ সনে যুদ্ধ করেছিলাম একটি ইসলামিক প্রজাতন্ত্র থেকে বের হয়ে একটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বপ্ন নিয়েই। আমরা এটি বিশ্বাস করেছিলাম যে রাষ্ট্রের কোন ধর্ম নেই ধর্মের জন্য রাষ্ট্র না বরং মানুষের জন্য রাষ্ট্র এবং রাষ্ট্রের জন্য মানুষ এবং এটি করেছিলাম ইসলামকে বুকে নিয়েই । ধর্ম প্রত্যেকটি মানুষের আধ্যাত্মিকতার আশ্রয়স্থল, ধর্ম প্রত্যেকটি হৃদয়হীন মানুষের হৃদয় ফিরে পাবার জায়গা, ধর্ম কখনও সবলের শোষণের হাতিয়ার দুর্বলের বিচারের জায়গা, ধর্ম জুলুমের খড়গ হস্ত মজলুমের প্রতিবাদের পথ। ধর্ম সেই জায়গা যেখানে জাগতিকতার ঠাই নেই।

জাগতিক আদালত যেখানে নিস্ফল বা বিফল সেখান থেকেই ধর্মের আদালত শুরু। ধর্ম মানুষের একান্ত ভেতর থেকে উঠে আসা এক অনুভুতি যা মানুষকে আধ্যাত্মিকতার সন্ধান দেয়, ধর্ম কখনই উপর থেকে চাপিয়ে দেয়া যায় না, যাওয়া উচিৎ নয়। মানুষ ধর্ম পালন করবে ধর্মের অনুভুতি থেকে, ধর্মের প্রতি ভালবাসা থেকে অবশ্যই ধর্মকে ভয় পেয়ে না বা কোন গোষ্ঠীর নিপীড়ন থেকে বাচার জন্য না। যখনি এই ধর্মকে উপর থেকে চাপিয়ে দেয়া হয় তখনি শুরু হয় ধর্মের রাজনৈতিক ব্যাবহার যার অভিসসম্ভাবি পরিনতি ভয়াবহ বিপর্যয় যার ফল ভোগ করতে হয় বেক্তির, সমাজের এবং রাষ্ট্রের অন্তত দূর এবং নিকট ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.