আমাদের কথা খুঁজে নিন

   

অনন্তের বৃত্তায়ন

হান্নান কল্লোল অনন্তের বৃত্তায়ন আমার প্রতিটি হৃৎস্পন্দন থেকে এক একটি অনন্ত ছিটকে পড়ছে। আলোকবেগে ছুটে এসো, ছুটে এসো তুমি- বৃত্তবন্দি করো ওদেরকে একই ব্যাসার্ধে। দেখো, দেখো, প্রতিটি বৃত্তকলায় ঘুরপাক খায় অগণন মহাকাশ, অন্তহীন মহাকাল। সেখানে কোথাও হারিয়ে যাও না তুমি! নিজেকে কোনো বিন্দুতে গেঁথে হয়ে যাও ছায়াপথ। চক্রাকারে হৃদয়বৃত্তকে অতিক্রম করে যেতে যেতে আমি নতুন নতুন মহাবৃত্ত তৈরি করে চলছি তোমার হৃদয়বৃত্তের পরিধি ঘিরে। হৃৎপিণ্ডের স্পন্দনে স্পন্দনে আলোকবর্ষের দূরত্ব বাড়িয়ে, মহাকাল ছাড়িয়ে চলো না একাকার হই, নিরাকার রই- তুমি আমি সবাই অনন্তের ওই বৃত্তায়নে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.