আমাদের কথা খুঁজে নিন

   

পাখিটা আপন হলো না

পাখিটা ছেড়ে দিয়েছি খাঁচাটা খুলে দিয়েছি বলেছি- যা পাখি যা, তোর দুচোখ যেখানে যায়। বনের পাখি পোষ মানে না শত-সহস্র চেষ্টা করেছি সকল চেষ্টা ব্যর্থ, ও আমায় প্রভু মানলো না। হৃদপিন্ড থেকে রক্ত এনে পাখিটার ঠোঁট রাঙ্গিয়ে ছিলাম, ভালবাসার নরম চাদর দিয়ে পাখিটাকে ঢেকে দিয়েছিলাম; তপ্ত দুপুরে বটচ্ছায়ায় শীতল বাতাস দিয়েছিলাম, আমার মুখের গ্রাস পাখিরে খেতে দিয়েছিলাম। পাখির প্রেমে অন্ধ হয়ে দুকূল ছেড়ে ছিলাম, অথচ... পাখিটা আমার হলো না পাখিটা আপন হলো না।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।