আমাদের কথা খুঁজে নিন

   

আমি লাস্ট বেঞ্চি - বিশ্বাস করুন আপনাদের সত্য পাখিটা ডালে বসাতে আমি পারবো না



আবুল হাসানের কবিতার শব্দ নয় আমার জীবনটাই যে তাই। আমি চিরটাকালই লাস্ট বেঞ্চি - ইংরাজীতে যাকে বলেন - ব্যাক বেঞ্চার। কোন কিছুই আমার মাথায় সহজে ঢোকে না- আমি যতবার আসি, মনে হয় একই মাতৃগর্ভ থেকে পুনঃ রক্তে আবর্তিত হয়ে ফিরে আসি পুরোনো মাটিতে। তাই তোমাদের কত না জটিল -সরল, বর্ণিল -সাদাকালো চিত্রময় শব্দকণার গতিময় ছটায় আমি বসে থাকি সনাতন বুড়োর মত - এ কালের রঙ্গকথায় সে আজব ঝংকার শোনে। আমি ডুবে যাই সেই চিরকালের গানে তার আধেক বুঝি তার আধেক বুঝি না এক রহস্যময় কোলাহলে আমি এক লাস্ট বেঞ্চি... আমাকে দিয়ে আপনাদের সত্যপাখিটাকে ডালে বসাতে পারবেন না।আমায় ছেড়ে দিন- এ আমি পারবো না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।