আমাদের কথা খুঁজে নিন

   

সেরাম বাবা দিবস ()

মা দিবসে মাকে গিফট দিসি। এখন যদি বাপ রে বাবা দিবসে গিফট না দেই তাহলে অনাচার হয়ে যায়। এইদিকে আবার ইউনিভার্সিটি বন্ধ। পকেট মানি ও বন্ধ ()। যাই হোক আল্লাহর নাম নিয়ে আম্মুর কাছ থেকে ১০০০ টাকা ধার নিলাম (এই ধার জীবনেও ফেরত দেয়ার কোন সম্ভাবনা নাই )।

একটা ছোট ফুলদানি, একটা মগ কিনলাম। কিনে গাড়ির পিছনের বালতি তে লুকিয়ে রাখলাম (ছোট ভাইর ভয় এ। উনি দেখলে সারপ্রাইস শেষ )। আজকে দুপুরে কাউকে না বলে গেলাম আব্বুর অফিস এ। যাওয়ার সময় কয়েকটা লাল গোলাপ আর আব্বুর পছন্দের নান, শিক কাবাব নিয়ে গেলাম।

অফিস এ গিয়ে দেখি কারেন্ট নাই। এই সব নিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম ()। আব্বুর ফ্লোরে উথতেই দেখি আব্বু ওজু করে আসতেছে। আব্বু কে দেখে দিলাম চিৎকার "আব্বু" (মানুষরে বুঝানর জন্য যে এইটা আমার বাপ )। আমারে দেখে আমার বাপ ভূত দেখার মত চমকে উঠসে কারণ আমরা কখনও কেউ আব্বুর অফিস এ যাই না।

(দুঃখিত ভূত না পেত্নি হবে কারণ আমি দেখতে পেত্নির মত )। আব্বুর রুমে গিয়ে বসলাম। আব্বু বলে কেন আসছ। আমি বললাম বাবা দিবসের জন্য। প্যাকেটগুলা বের করে দিলাম।

একেকটা জিনিস দেখে আর বোকা দেয় কিন্তু মুখে হাসি। পুরা অফিস এর মানুষ জনকে ডেকে ডেকে সব জিনিস দেখায় আর হাসে। যে টাকার জিনিস কিনছি তার চেয়ে মনে হয় ফোনের বিল বেশি আসছে। ৪ জনের হিসাবে খাবার নিসিলাম। কয়জন যে খাইসে আল্লাহ জানে।

এর মধ্যে আব্বুর কয়েক স্টাফ দেখলাম খুব মন খারাপ করসেন কারণ উনাদের মেয়ে নাই ()। যাই হোক আমার বাপ র ফোন করা এখনও চলতেসে। এই জিনিসটুকু পেয়ে মানুষ এত খুশি হয় কিভাবে আল্লাহ জানে আর আমার বাপ জানে()!!! এখন টাকা কম, যা পছন্দ হয় টা ইচ্ছা হলেও কেনা যায় না। যখন টাকা হবে তখন যা পছন্দ হবে তাই কিনে দিতে পারব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন এই ইচ্ছাটা পূরণ হয়।

আমিন () ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।