আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চারা কেনো কিউট?

সামহোয়ারে প্রথম পোস্ট, সবাইকে শুভেচ্ছা, জানিনা কয়জন পড়বেন। মনের ছোট-বড় ভাবনাগুলোকে সাজিয়ে রাখার জন্যই এই ব্লগ খুলেছি। আজকের ভাবনা---বাচ্চাদের দেখলে এত আদর লাগে কেন? এত কিউট লাগে কেন? কারণ কি? আমার ধারণা, এটা আসলে প্রকৃতির কারসাজি। ছোট বাচ্চারা খুবই অসহায়, দুর্বল, এদেরকে টিকিয়ে রাখতে হবে প্রজাতির স্বার্থেই। বাচ্চাদের দেখলে কিউট লাগা, তাদেরকে কোমল হাতেআদর করার ইচ্ছাটা আসলে আমাদের মননের একটা মেকানিজম, যার মাধ্যমে শিশুদেরকে মানুষদের হাতথেকে নিরাপদ রাখা হয়।

অনেকটা, মানসিক একটা রক্ষাকবচের মত। অনেকসময় নাটক সিনেমায় দেখি, হিপনোটাইজ করে মানুষদেরকে অটো-সাজেশন দেয়া হয়, ঘোর কেটে গেলেও মানুষ সেই সাজেশন ফলো করে, ঠিক সেইরকম, মানুষের ডিএনএ-জিনে পরিবাহিত কোনো অটো সাজেশন হচ্ছে বাচ্চাদের কিউট মনে হওয়া। আমার ধারণা ভুলও হতে পারে। খুব সম্ভব জীববিজ্ঞানীরা এটা নিয়ে অলরেডি গবেষণা করেছেন, আমি হয়ত জানিনা। পড়ার জন্য শুভেচ্ছা সবাইকে।

ভাল থাকুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।