আমাদের কথা খুঁজে নিন

   

এক্সক্লুসিভ আঞ্জুমান

শাফিক আফতাব------- আঞ্জুমান, তোমাকে দেখার পর মনে হলো আমার বয়স বেড়েছে মরেনি চেতনা ইচ্ছে হলো অবুঝ আবেগে প্রথমদিনের ক্যাম্পাসে কম্পিত প্রণয় বিনিময় করি শীত সকালের একগুচ্ছ সাদারোদ এসে ছুইছে আমাদের সাদাচোখের সীমানা তোমার গোলাপদেহ থেকে বিচ্ছূরিত হচ্ছে সুবাস ; আহা ! মনেতে মোহন কড়ি। সত্যি বলতে কী মনে হলো তোমাকে পাকা পেয়ারার মতোন কেমড়ে ছিড়ে খাই আবার মনে হলো ফুলের মতোন তোমাকে শুধু স্পর্শ করে ফুটাই অনুভবের ফুল তোমার চোখে চোখ রেখেই আমি যেনো নিমিষেই কোন অজানা নিরুদ্দেশে যাই তোমার আবেশেই আমার শাশ্বত সুন্দর নদী ক্রমশ বয়ে নিরবধি কুল কুল কুল। তুমি তো বরাবরই ছিলে এক্সক্লুসিভ, প্রান্তিক তৃণমূলের গমন সেখানে নিষিদ্ধ অথচ আমি আবহমান কৃষকের সন্তান সহজেই অনুমতি দিয়েছিলে অনুপ্রবেশের তোমার রাজমহলের সবকিছু নিয়ে আমি এই নিঃস্ব হয়েছিলাম পুর্ণ ঋদ্ধ আকাশের চাদ ছিলো, মৃদমন্দ বাতাসে সুবাসের ঢলে আনন্দ ছিলো ঢের। আঞ্জুমান তোমাকে দেখেই আগুন জ্বললো মনে অথচ একটুও পুড়লো না মন কী মধুময় আর কী আনন্দময় হলো তোমাকে দেখার এই দুর্লভ অনুখন। ১২.০৪.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.