আমাদের কথা খুঁজে নিন

   

এক্সক্লুসিভ ছবি

আমার কথা দু দুটো মিছিল চলে গেল। তেমন ভালো কোন ছবি তুলতে পারলাম না। আর এত হৈ চৈ এর মাঝে ছবি তোলা যায় নাকি? কত শত অপশন..সেট করতে করতেই দেখি ঘটনা শেষ। এমন অনেক দিন যায় সাদামাটা ছবি তুলেই ডেস্কে ফিরি। একটু ঘসামাজা করে বসকে দিই।

ঘসামাজায় কি আর ছবি ভালো আসে? আজ সকাল থেকেই অপেক্ষায় আছি। আজ একটা এক্সক্লুসিভ কিছু না হলেই নয়। কয়েকদিন ধরে কিছুই হচ্ছে না। অথচ পত্রিকা খুললেই দেখি এর ওর তোলা ছবি। ঐ সেদিন ক্যামেরা হাতে নিলো সাহেদ।

আমার কাছেই হাতে খড়ি। অথচ কী দারুণ দারুণ ছবি তোলে। সাহস আছে ছেলেটার। আমারও আছে‍! কিন্তু নতুন ক্যামেরা বলে গ্যান্জাম দেখলে মানে মানে কেটে পড়ি। পাশে দাঁড়ানো সাহেদকে দেখে ঈর্ষা হয়।

ক্যামেরাটা তেমন ভালো নয়। কিন্তু...। হঠাৎ সবাই কেমন ব্যস্ত হয়ে পড়লো। কিছু বুঝে উঠার আগেই গলায় ঝুলানো ক্যামেরায় বাম হাত চলে যায়। বুঝতে পারছি না কি করব।

দৌড় লাগাব নাকি? আমার দামী ক্যামেরা আর এদিকে ঘটনা...। এক্সক্লুসিভ কিছু করতে হলে আজ পালালে হবে না। কানে বাজে বসের টিটকারী। সাহেদকে দেখি একেবারে কাছে গিয়ে ছবি তুলছে। চারপাশে জনা বিশেক ফটোজার্নালিস্ট।

আর সাংবাদিকও আছে, টিভি ক্যামেরার লোকেরাও ঘিরে ফেলেছে এলাকাটা। পাবলিকও আছে বেশকিছু। মিছিলকারীরা কিছুটা ছত্রভঙ্গ, দ্বিধান্বিত। একটু স্পেস বাড়ে। ব্যাকগ্রাউন্ডটা দূরে সরে যায়।

খোলা রাস্তা। কয়েকজন লোক ও একটি ছেলে। চমৎকার অবজেক্ট। কিছুটা কুয়াশা না থাকলে আরো ভালো হতো। মনে মনে তো এরকমই একটা মুহূর্ত খুঁজছিলাম।

কিন্তু বিধি বাম। ছেলেটা ফস্কে গেল। এর মাঝেই কিছু ছবি তোলা হয়ে গেছে। অপেক্ষায় আছি। এবার কিছুটা আগাম প্রস্তুতি নিয়েই রেখেছি।

ছেলেটার পিছু পিছু কয়েকজন লোক গেছে। তারা নিশ্চয়ই ফিরবে। ছেলেটার কী হবে? দেখায় যাক না কী হয়। বেশি ক্ষণ অপেক্ষা করতে হয় নি। আবার শুরু হলো ক্লিক ক্লিক ক্লিক।

আশেপাশের সবগুলো ক্যামেরা যখন একসাথে চলে তখন এক অন্যরকম ছন্দময় জগতের সৃষ্টি হয়। কেমন যেন গর্ববোধ হয়। আমি ফটোগ্রাফার!! সম্ভবত আজ কিছু ভালো ছবি তুলতে পেরেছি। এর মাঝে দু’একটা এক্সক্লুসিভ হবেই হবে। একি, ছেলেটাতো আবার দৌড় শুরু করেছে।

এত প্রাণশক্তি তার?? আমরাও দৌড়াই পেছন পেছন...ছেলেটার দৌড় শেষ হলে আরো কিছু ছবি তুলতে হবে...এক্সক্লুসিভ ছবি। ------------------------- *এটি নিছকই একটি গল্প*আত্মজীবনীমূলক কিছু নহে* ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.