আমাদের কথা খুঁজে নিন

   

আমি জিপি মডেম দিয়ে নেট ব্যবহার করি। এর খরচ কমানোর কি কোনো কৌশল আছে !

প্রায় ৩ বছর হলো জিপি মডেম দিয়ে নেট ব্যবহার করে আসছি। আমি দীর্ঘদিন যাবৎ পি৬ ব্যবহার করে আসছি। ইদানিং নেট থেকে স্টাডি করার কারনে ব্যবহারটা বেরে গেছে অনেক আর দেখছি মেগাবাইটও ধ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমি তেমন কোনো কিছু ডাউনলোডও করি না। তবুও দেখছি ধ্রুত মেগাবাইট ফুরিয়ে যাচ্ছে। আগে একবার কোথায় যেনো পড়েছিলাম যে, পপ আপ বা ঐ রকম কিছু অন অফের মাধ্যমে এর খরচটা কমানো যায়। কিন্তু সেটা সত্য হলে কিভাবে সেট করবো ভুলে গেছি। আসলে কি তাই ! যদি কোনো ব্যক্তি কৌশলটা বলেন তাহলে কৃতজ্ঞ থাকবো। বিদ্রঃ আমার শুধু ব্রাউজ করা গেলেই হলো সেক্ষেত্রে কোনো ছবি বা পিকচার না অসলেও হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।