জীবনটা যদি ভুলের ভুলেই কেটে যেত তবে মন্দ হতো না !!!! আমরা মধ্যবিত্তরা জীবনের প্রতিটি স্তরকেই উপভোগ করতে জানি , আমরা আমাদের এই চোখ দুটো দিয়ে কান্নাও দেখতে পাই আবার হাসিও দেখতে পাই । আমরা ভালবাসাটাকে ভালবাসতেও জানি আবার সেই ভালবাশার কাছে প্রতারিত হয়ে নিরবে কাঁদতেও জানি । আমরাই পারি বড় বড় স্বপ্ন দেখতে আবার সেই স্বপ্ন পূরণ না হলে আমরাই আবার আমাদের সান্ত্বনা দেই। বড় অদ্ভুত আমাদের এই মধ্যবিত্ত জীবন। কোন কিছুরই কমতি রাখেনি সৃষ্টিকর্তা আমাদের এই জীবনে, তাইতো মন যখন বড় বড় সপ্ন দেখে,সেই সপ্নকে মনে মনে সান্ত্বনা দেই “ভেবনা মন, আমরা মধ্যবিত্তরা সেই বড় বড় স্বপ্নের মাঝেই বেঁচে আছি ।“
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।