আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে স্বল্প ও মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট

ঢাকার বাইরে জেলা পর্যায়ে প্রথম এ ধরণের উদ্যোগ নিল গৃহায়ন কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে দিনাজপুরের উপশহর এলাকায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ফ্ল্যাট নির্মাণ কাজের উদ্বোধন করেন।
মন্ত্রী জানান, উপশহরে ফ্ল্যাট ছাড়াও ১ হাজার ১৩৫টি আবাসিক প্লট রাখা হয়েছে স্বল্প ও মধ্যবিত্তদের জন্য।
৪৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেখানে এক হাজার ২৯৮ বর্গফুটের ৭২টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ৩২ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়াও একটি বাণিজ্যিক ভবনও থাকবে সেখানে।
অনুষ্ঠানে সংসদ সদস্য ইকবালুর রহিম এবং গৃহায়ন ও  গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শহীদ উল্লাহ খন্দকার, প্রধান স্থাপতি এহসানুল হক উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.