আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ সনি এক্সপেরিয়া নিও এল

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   গত মাসে বাংলাদেশের বাজারে এসেছে সনির এক্সপেরিয়ার নিও সিরিজের এল ভার্শন। এটি প্রথম থেকেই এন্ড্রয়েড ৪.০.৩ আইসক্রিম স্যান্ডুইচে পাবেন, ফলে আলাদা করে আপডেটের কোনও দরকার পড়বে না।

১৩১.৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ১২মিলিমিটার। এতে আছে ৪" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি কালো অথবা সাদা রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ প্রসেসর, ৫১২এমবি র‍্যাম, ১জিবি ইন্টারনাল স্টোরেজ । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ ডাবল এলইডি ফ্লাস জুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং ৭২০পি এইচডি ভিডিও করার সুবিধা সহ। সাথে থাকছে সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা। নিও এল এ আছে ১৫০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় ৭ঘন্টা টকটাইম এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৩৭ঘন্টার অডিও চালাতে পারবেন। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।

এত ফিচার সহ সনি এক্সপেরিয়া নিও এল এর দাম পড়বে ২১,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।