আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু : দি পয়েট অফ পলিটিক্সকে নিয়ে কিছু দুর্লভ ছবিব্লগ।

আমি খুব সাধারণ একজন। সাধারণের ভিড়েই আমার বেড়ে ওঠা ,সাধারণের ভিড়েই বিচরণ আর সাধারণের ভিড়েই পথ চলা ...... 'আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তাঁর ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের মতো।এভাবেই তার মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি।'' - ফিদেল ক্যাস্ট্রো। যারা আজও এই মানুষটির অবদান নিয়ে সন্দীহান এবং কুৎসা রটিয়ে বেড়ান তাদের জন্ম পরিচয় সম্পর্কে সপ্তদশ শতকের কবি আবদুল হাকিম এর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয়ে না জানি। ************************************************* আমাদের বঙ্গবন্ধু ঃ পরিবারের সদস্যদের সাথে ঃ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে ঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে ঃ এ, কে. ফজলুল হক এর সাথে ঃ সাংবাদিক,শিল্পী,কবি-সাহিত্যিকদের সঙ্গে ঃ জনতার মঞ্চে দাড়িয়ে ঃ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু ঃ বিজয়ীর বেশে নিজ বাসভূমে ঃ ************************************************** আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু ঃ ************************************************** জাপানের নেতৃবিন্দের সঙ্গে ঃ রাশিয়ার নেতৃবিন্দের সঙ্গে ঃ চীনের নেতৃবিন্দের সঙ্গে ঃ ভারতের নেতৃবিন্দের সঙ্গে ঃ যুক্তরাজ্যের নেতৃবিন্দের সঙ্গে ঃ যুক্তরাষ্ট্রের নেতৃবিন্দের সঙ্গে ঃ আন্তর্জাতিক রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের সঙ্গে ঃ মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে ঃ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ঃ ************************************************** সেই কালরাত্রি ঃ ************************************************** যাদের হারালাম আমরা ঃ ************************************************** ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা **************************************************  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.