আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু মানেই বঙ্গবন্ধু। আর কোনো তুলনা নাই, দ্বিতীয় কোনো কথা নাই। শুভ জন্মদিন হে জাতির পিতা।

আমার চোখে জাতির জনক: প্রতিটা ধর্ষিতা মেয়ের বাবা নামের জায়গায় আমার নাম লিখে দাও আর ঠিকানা দিয়ে দাও ধানমন্ডি ৩২ নম্বর। - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান। বঙ্গবন্ধু মানেই বঙ্গবন্ধু। আর কোনো তুলনা নাই, দ্বিতীয় কোনো কথা নাই। শুভ জন্মদিন হে জাতির পিতা।

বিশ্ব ব্যক্তিত্বদের চোখে শেখ মুজিব : "I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas"."I have thus had the experience of witnessing the Himalayas," - Fidel Castro, President, Cub "South Asia has given to the world over the centuries many great teachers, philosophers, statesman, political leaders, warriors. Shiekh Mujibur Rahman's place of honour in that pantheon of immortal figures is assured for all time."-Sri Lanka's assassinated foreign Minister Lakshman Kadirgamar "Mujibur Rahman was not born in the purple, nor did he have the luxury of a western education. He was humble man born to a middle class family of a rural village. Yet, he captured the imagination of the educated as the illiterate,"- Lakshman Kadirgamar (foreign minster, Srilanka) "But no other Bengali leader did more than him to forge for them a distinct cultural and political identity, to visualize and articulate for them the dream of independence and to lead them in a successful struggle to create, a nation," the Sri Lankan leader said. "But a man was to arise who would champion the cause of the downtrodden Bengalis. His name? Shiekh Mujibur Rahman - affectionately called 'Mujib'- Jeanine Lockerbie "Sheikh Mujib was gretaer than Georje Washington, Mhatma Gandhi & the Valeyar. he is the greatest."- British Lord Fenar Brockway বিশ্ব মিডিয়ার চোখে বঙ্গবন্ধু: "A charismatic leader, Sheikh" Mujib epitomized anti-colonial leadership in the Third World".- encyclopedia.com "Sheikh Mujibur Rahman (1920-1975) was a charismatic leader who organized dissent and rebellion against the British in India, led the Bengalis of East Pakistan in their resistance to the unjust actions of the post-colonial Pakistani government, and finally helped found the independent nation of Bangladesh in 1972,'"- Encyclopedia.com 'symbol of freedom"-Newsweek Magazine April 5, 1971 (Dedicated the cover page) "Poet of Politics"-Newsweek Magazine April 5, 1971 (Dedicated the cover page) 'Tall for a Bengali (he stands 5 feet 11 inches), with a touch of graying hair, a bushy moustache and alter black eyes, Mujib can attract a crowd of million people to his rallies and hold them spellbound with great rolling waves of emotional rhetoric, He is a poet of politics. So his style may be just what was needed to unite all the classes and Ideologies of the region," the article read. "But in sense Mujib's emergence as the embattled leader of a new Bengali Nation is the logical outcome of lifetime spent fighting for Bengali nationalism. Although Mujib may be the riding crest of a wave, his presence there is not an accident."-Newsweek Magazine, March 1971 "the history of Indian subcontinent for the past half-century has been dominated by leaders who were as controversial as they were charismatic: Mahatma Gandhi. Mohammad All. Jinnah, Jawaharlal Nehru."Another name now seems likely to join the list: Sheik Mujibur ("Mujib") Rahinan, the prime minister of Bangladesh. -The Time Magazine- january, 1972 'In the thousand-year history of Bangladesh, Sheikh Mujib is the only leader who has, in terms of blood, race language, culture and birth, been a full-blood Bengali. His voice was redolent of thunder. His charisma worked as magic on people. The courage and charm that flowed from him made him a unique superman in this time."- Journalist Cyril Dunn of London Observer "It's up to the entire international community to help save Shelkh Mujib's life and thus prevent General Yahya Khan's regime not only from committing another unnecessary killing but possibly from throwing entire sub-continent into renewed turmoil".- The Toronto Telegram "Death sentence of Mujib will mean historically a death sentence on the state of Pakistan". - The Austria-based Arseiter Zeitungne newspaper "no trial can undermine him before the world. the fact remains that Mujib has made a name for himself, a name identified with democracy and a name just the antithesis of exploitation".- The Hindustan newspaper of India "Once Sheikh Mujibur Rahman steps out at Dhaka airport. the new republic becomes a solid fact". - The gaurdian january 10, 1972 "With a dangerous and difficult few years ahead, Bangladesh is going to need Mujib's brand of leadership more than ever".- New Statement Newspaper Britain, 1973 " Sheikh Mujib was a miracle personality."- The Gaurdian 'In spite of all, Bangbandhu will be ever remembered for all time to come for the fact that without him Bangladesh would not have acquired its entity in reality.'- The Times of London 16 August, 1975 "Had there been no Mujib, Bangladesh would not have been born."- The Financial Times "Jesus died. Now millions of people remember him by wearing cross. Perhaps, once Mujib as well will be like that." - Radio Akash Bani- 16 Auguts, 1975 "Millions of people of Bangladesh shall consider the gruesome death of Sheikh Mujib to be irreparable loss."- The Daily telegraph পৃথিবীতে মনে হয় শুধু দুইজন মানুষকে হত্যা করতে হাত কেপেছিল খুনির। একজন হলেন চে গুয়েভারা যাকে হত্যা করার সময় খুনি তার দিকে তাকিয়ে , তার চোখের দিকে আর ব্যক্তিত্বের দিকে তাকিয়ে গুলি করতে পারছিল না। শেষ পর্যন্ত নিজে মুখ ঘুরিয়ে পিস্তল তাক করে গুলি করে কারণ গুয়েভারা এর তাকিয়ে তাকিয়ে গুলি করার তার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় জন হলেন শেখ মুজিব। তার ব্যাক্ত্বের কাছে, বজ্রকন্ঠের কাছে হত্যাকারীর পা থেকে যেন মাটি সরে গিয়েছিল ! মেজর হুদা যখন রাইফেল হাতে এগিয়ে তখন মুজিব সিরি তে নেমে এলেন এবং বললেন- " ও আচ্ছা তাহলে তুমি ? কি চাও তুমি ?" হুদা কন্ঠ শুনে ভয় পেয়ে বলল আপনাকে তুলে নিয়ে যেতে এসেছে।

মুজিব বলেন " এটা কি মজা পেয়েছ ?" বিজলি চমকালো যেন কন্ঠে আর ব্যক্তিত্বে ! হুদা ভয়ে বেসামাল হয়ে গেলেন আর পিছু হটতে লাগলেন আর দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন আর অস্ত্র পড়ে গেল হাত থেকে। এরপর হাবিলদার মোসলেমউদ্দিন এলেন কিন্তু বেকুব হয়ে দাড়িয়ে রইলেন যেন অস্ত্র তাক করে আর এ দেখে মাতাল মেজর নুর তখন গুলি করলেন কারণ তিনি জানতেন সজাগ চিত্তে বঙ্গবন্ধু কে খুন করা সম্ভব নয় আর তাই মাতাল হয়ে এসেছিলেন। হে জাতির পিতা, এখনো যখন ভাবি যে আপনি যদি বেচে থাকতেন তাহলে এই প্রজন্ম কে দেখতেন, আর একবার মঞ্চে উঠতেন আর প্রকম্পিত স্বরে , দরাজ গলায় ভাষণ দিতেন ! ভাবতেই লোম কূপে শিহরণ খেলে। আপনি আপনার কাজ করেছেন, এবার আমাদের পালা-ভয় নাই, চিন্তা নাই ...কারণ- শোনো একটি মজিবরের ধ্বনি লক্ষ মজিবরের কন্ঠে স্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি- বাংলাদেশ আমার বাংলাদেশ- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.