আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনাহীন

চলার পথকে নিজের মত করে রঙাত চাই। (আমার প্রথম পোস্ট,শিরোনাম খুজে পেলাম না) একা একা স্বপ্ন দেখা হবে নাতো আর একা দুনিয়ারও সাথে হয়ে যাবে আড়।। একা একা কথা বলা একা পথে হেঁটে চলা মুছে যাবে সকল বেথা সকল হাহাকার একা একা স্বপ্ন দেখা হবে নাতো আর। একা একা মনটা যে আজ বরই বিষণ্ণ জীবন মানে এই কি শুধু বস্র আর অন্ন? জীবন মানে শুধু কি নিজের কথা বলা জীবনের অর্থ বুঝি একা পথ চলা? আমায় নিয়ে শুধু আমি চলতে চাই না চলার পথে কেন বল বন্ধু পাই না? বন্ধু পাবো বলে আমি আশায় বাঁধি বুক বন্ধুরা সব রব মিলে এতেই আসল সুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।