আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনাহীন কবিতা

স্বপ্নবাজ

(আমি কোন নাম খুজে পেলাম না, কারো মাথায় কোনো ভাল নাম এলে জানাবেন প্লিজ) খুব বিস্তৃত ওদের ঘর সমান্য ধূলোবালী ছাড়া নেই কোন জঞ্জাল, বন্দীত্বের প্রতীক হয়ে নেই কোন দেয়াল চাঁদের আলোকে আড়াল করার জন্য নেই কোন ছাদ তাইতো মুক্ত ওরা বিহঙ্গেরই মত। তাইতো ওদের ঘরে চাঁদের আলো জানালা দিয়ে আসেনা সরাসরি স্নিগ্ধ আলোয় স্নাত করে ওদের, বৃষ্টিকেও রুখতে পারেনা কেউ, যখন ইচ্ছে ধৌত করে দিয়ে যায় ওদের, নিসঙ্গ শুয়ে ওরা যখন গভীর রাত মাথার ওপর খেলা করে পূর্ণিমার চাঁদ, অবশেষে ধীরে ধীরে থেমে যায় সব কোলাহল ওদের ক্লান্ত চোখে ক্ষুধার খাদ্য হয়ে ঘুম নেমে আসে , ঘুমিয়ে পড়ে ওরা ওদের আপন ঘরে, ফুটপাতের উপরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।