আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় ভাংলে চিন্তার কিছু নাই ! স্প্রে করে জোড়া দেয়া যাবে ভগ্ন হৃদয় !!

আমি সত্য জানতে চাই ১০ হাজার ভোল্টের থ্রিডি ইলেকট্রিক স্প্রেয়ার হৃদপিণ্ডের ক্ষত জোড়া দেবে। হার্ট অ্যাটাকের ফলে সৃষ্ট হৃদপিণ্ডের ক্ষত সারাতে চিকিত্সকদের শেষ ভরসা হতে পারে এই ‘স্প্রে-প্যাঁচ’ প্রযুক্তি। হার্ট অ্যাটাকের ফলে হৃদপিণ্ডের কিছু কোষ মারা যায়। পরে রোগী সুস্থ হয়ে উঠলেও ওই মৃত হার্ট কোষগুলো পুনরুজ্জীবিত হয় না বরং থেকে যায় ক্ষত। এমনকি পরে ওই মৃত কোষগুলো হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে।

এ কারণে হৃদপিণ্ডের দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন হার্ট অ্যাটাকে আক্রান্ত অনেক ব্যক্তি। দীর্ঘস্থায়ী ক্ষতের ওই সমস্যা সমাধানে জীবন্ত কোষ পেইন্টের মতো হৃদপিণ্ডে ছুঁড়ে দেবার প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন বৃটিশ হার্ট ফাউন্ডেশনের বিজ্ঞানীরা। হৃদপিণ্ডের ভেতরের ক্ষত সারিয়ে তোলা সম্ভব হতে পারে তাদের প্রযুক্তি ব্যবহার করে। লন্ডনের এক ল্যাবরেটরিতে ওই বায়ো-ইলেকট্রিক হার্ট সেল স্প্রে মেশিনটি বানিয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ড. শন জায়াসিংহে। প্রথমে জীবন্ত হার্ট কোষ নেয়া হয় স্প্রে মেশিনের সূঁচে।

তারপর স্প্রে মেশিন থেকে হার্ট কোষগুলো ছুঁড়ে দেয়া হয় রোগীর হৃদপিণ্ডের ক্ষতিগ্রস্ত অংশে। তবে গ্রাফিক আর্টিস্টদের স্প্রে ক্যানের মতো নিখুঁত নয় হার্ট সেল স্প্রে মেশিন। হার্ট কোষগুলোকে নিখুঁত লক্ষ্যে পৌঁছে দিতে মেশিনটির সূঁচ বিদ্যুতায়িত করা হয় ১০ হাজার ভোল্টের বিদ্যুত্ ক্ষেত্র দিয়ে। এ ব্যাপারে বিজ্ঞানী অ্যানাস্তাসিয়া স্টেফানো বলেন, ‘আমরা আশা করছি, ক্ষতিগ্রস্ত হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়াতে পারবে এই প্রযুক্তি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হৃদপিণ্ডকে পুরোপুরি সারিয়ে তোলা, যেন হার্ট অ্যাটাকের শিকার রোগীদের ডোনার হার্টের জন্য অপেক্ষা করতে না হয়।

’ বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে স্প্রে মেশিনের জন্য হৃদপিণ্ডের কোষগুলো রোগীর হৃদপিণ্ড থেকে সংগ্রহ করে বায়ো-টেকনোলজিক্যাল পন্থায় বড় করে ব্যবহার করা সম্ভব হবে। এমনকি অসুস্থ ব্যক্তির স্টেম সেল সংগ্রহ করে তা থেকে হৃদপিণ্ডের কোষ তৈরি করা যাবে বলেও বিজ্ঞানীরা আশা করছেন। সূত্রঃএমইডি, ইণ্ডিয়া লিংকঃ Mending Broken Hearts Using 'Spray-Patch'  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।